Advertisement
১৭ এপ্রিল ২০২৪
air force

Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পে সাড়ে সাত লক্ষ আবেদন শুধু বায়ুসেনাতেই, শুক্রবার বৈঠকে কমিটি

অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশ জুড়ে বিতর্কের মধ্যেই বায়ুসেনা টুইট করে জানিয়েছে, বায়ুসেনায় যোগ দিতে চেয়ে আবেদন পড়েছে প্রায় সাড়ে সাত লক্ষ।

অগ্নিপথ প্রকল্প ঘিরে বিতর্কের মধ্যেও রেকর্ড আবেদন বায়ুসেনায়

অগ্নিপথ প্রকল্প ঘিরে বিতর্কের মধ্যেও রেকর্ড আবেদন বায়ুসেনায় ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ০৬:৩১
Share: Save:

অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশ জুড়ে বিতর্ক এখনও চলছে। তারই মধ্যে বায়ুসেনা টুইট করে জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় যোগ দিতে চেয়ে আবেদন পড়েছে প্রায় সাড়ে সাত লক্ষ, যা রেকর্ড। এরই মধ্যে আগামী পরশু প্রতিরক্ষা মন্ত্রকের কনসালটেটিভ কমিটির বৈঠক রয়েছে। মূলত অগ্নিপথ প্রকল্প নিয়ে হওয়া ওই বৈঠকে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

গত মাসে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। মাত্র চার বছরের জন্য চুক্তিভিত্তিক ওই সেনা নিয়োগের বিরুদ্ধে পথে নামেন দেশের যুব সমাজের একাংশ। বিরোধীরাও ওই প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব হন। যুব সমাজের বিরোধিতা লাগাতার চলতে থাকায় নির্দিষ্ট সময়ের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য তিন বাহিনীকে নির্দেশ দেয় কেন্দ্র। এর মধ্যে গত ২৪ জুন থেকে শুরু হয়ে গত কাল, ৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সময়সীমা ছিল বায়ুসেনায়। আজ বায়ুসেনা টুইট করে জানিয়েছে, ওই সময়ে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বায়ুসেনায় যোগ দিতে চেয়ে আবেদন জমা পড়েছে ৭,৪৯,৮৯৯টি, যা সর্বকালীন রেকর্ড। অতীতে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ৬,৩১,৫২৮টি।

বায়ুসেনায় যোগ দেওয়ার ওই সংখ্যা স্বভাবতই আগামী শুক্রবারের সংসদীয় কমিটির বৈঠকের আগে স্বস্তিতে রাখবে কেন্দ্রকে। ২৪ সদস্যের ওই কমিটিতে রয়েছেন বিরোধী শিবিরের মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মণীশ তিওয়ারি, ফারুক আবদুল্লার মতো পোড়খাওয়া নেতারা। স্বভাবতই আসন্ন সংসদ অধিবেশনে ওই নীতি প্রত্যাহারের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। সংসদীয় বৈঠকেও সরকারকে চেপে ধরার পরিকল্পনা নিয়েছেন সৌগত-সুদীপ-সহ অন্য বিরোধী দলের নেতারাও। অন্য দিকে কেন্দ্রের বক্তব্য, সংসদীয় কমিটির বৈঠকে সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলি স্পষ্ট করা হলে বিরোধীদের ধোঁয়াশা কেটে যাবে। আগামী দিনে অগ্নিপথনিয়ে বিরোধীদের সমর্থন পাবেশাসক শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

air force Indian Air Force Agnipath Scheme
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE