ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে নাসিকে! এমন দাবি মানতে নারাজ মধ্য রেল। ওই দু’জনের মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে জানাল রেল। কী ভাবে এই তথ্য মিলেছে, তা-ও উল্লেখ করা হয়েছে।
শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেস নাসিক রোড স্টেশন ছাড়তেই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ভিড়ের চাপে তিন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। একই সঙ্গে রেলের অব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মধ্য রেলের তরফে জানায়, দুর্ঘটনাটি ভিড়ের কারণে হয়নি। শুধু তা-ই নয়, মৃত এবং আহত ব্যক্তিরা ওই এক্সপ্রেসের যাত্রীও মম! রেল জানিয়েছে, ট্রেনে ভিড়ের কারণে প্রাণহানির ঘটনা ঘটেনি। বরং বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রেললাইন পারাপারের কারণে ঘটে দুর্ঘটনাটি।
আরও পড়ুন:
রেল জানিয়েছে, আহত জিমাল শ্যামজিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। প্রথমে তাঁর জ্ঞান না-থাকলেও চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন জিমাল। তার পরেই তাঁর সঙ্গে কথা বলতে পেরেছেন রেল কর্তৃপক্ষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে আসল তথ্য। তিনি জানিয়েছে, মৃত দুই ব্যক্তি এবং তিনি— তিন জনই মালেগাঁওয়ে শ্রমিক হিসাবে কাজ করতেন। তিন জনে ঠিক করেছিলেন, শিরডি দর্শনে যাবেন। দর্শন শেষে ফেরার পথে তিন জনে মদ্যপান করেন। তার পরে বেসামাল অবস্থায় রেললাইন পার করছিলেন। আচমকাই আপ-ডাউন দু’লাইনেই ট্রেন চলে আসে এবং ধাক্কা দেয়। তিন জনই গুজরাতের বাসিন্দা। মহারাষ্ট্রে নির্মাণের কাজ করতেন!