Advertisement
E-Paper

উড়ানে কী ধরনের আচরণ ‘অভব্য’, খসড়া নির্দেশিকা কেন্দ্রের

উড়ানে কতটা ‘বেহিসেবি আচরণ’ করলে অভিযুক্ত যাত্রীর উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে বিমান সংস্থা? তারই এক নির্দেশিকা তৈরি করল কেন্দ্র। আপাতত খসড়া হলেও নির্দেশিকাটি আইনে পরিণত হলে দেশে এই প্রথম এ ধরনের নিয়ম চালু হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৮:৫৪

উড়ানে কতটা ‘বেহিসেবি আচরণ’ করলে অভিযুক্ত যাত্রীর উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে বিমান সংস্থা? তারই এক নির্দেশিকা তৈরি করল কেন্দ্র। আপাতত খসড়া হলেও নির্দেশিকাটি আইনে পরিণত হলে দেশে এই প্রথম এ ধরনের নিয়ম চালু হবে। গত মার্চেই এয়ার ইন্ডিয়ার উড়ানে বিমানকর্মীকে চটিপেটা করে শিরোনামে এসেছিলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। তা নিয়ে সংসদেও তুমুল হইচই হয়েছিল। কেন্দ্রের এই নির্দেশিকার খসড়াকে ইতিমধ্যেই অনেকে ‘গায়কোয়াড় তালিকা’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে কি এই নিয়ম আসলে সেই ঘটনারই জের? এই প্রশ্নের উত্তরে অবশ্য অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গণপতি রাজুর তাৎপর্যপূর্ণ মন্তব্য: “সব ভারতীয় নাগরিকই রবীন্দ্র গায়কোয়াড় নন!”

ঠিক কী ধরনের আচরণ ‘বেহিসেবি’ বলে গণ্য হবে তার উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। এর মধ্যে রয়েছে যৌন হেনস্থা ও খুন করার উদ্দেশ্যে হামলার মতো আচরণও। ওই নির্দেশিকার নিয়ম অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট যাত্রীর উপর তিন মাস থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত উড়ানে নিষেধাজ্ঞা জারি করতে পারে সংশ্লিষ্ট বিমান সংস্থা। তবে গোটাটাই নির্ভর করছে অপরাধের মাত্রার উপর। এ দিন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গণপতি রাজু জানিয়েছেন, নির্দেশিকা নিয়ে অনলাইনে জনমত গ্রহণ করা হবে। এক মাসের মধ্যে নিজস্ব মতামত জানানো যাবে।

আরও পড়ুন

নির্ভয়াকাণ্ডে ফাঁসিই বহাল, ক্ষমার প্রশ্ন নেই: সুপ্রিম কোর্ট

ঠিক কী ধরনের নিয়ম আনতে চায় কেন্দ্র? অশোক গণপতি রাজু জানিয়েছেন, এর জন্য ত্রিস্তরীয় নিয়ম করা হয়েছে। ১) সহযাত্রীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, কটূক্তি করা বা মদ্যপ অবস্থায় অশান্তি করলে তা ‘লেভেল ১’ অপরাধ বলে গণ্য হবে। ২) শারীরিক বা যৌন হেনস্থা করলে তা ‘লেভেল ২’-এর আওতায় আসবে। ৩) উড়ানের কাজকর্মে বাধার সৃষ্টি করলে বা খুনের চেষ্টায় হামলা করলে তা ‘লেভেল ৩’ অপরাধ বলে গণ্য হবে।

চটিপেটা-কাণ্ডে সংসদে ক্ষমা চাইতে হল শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। ছবি: সংগৃহীত।

এই নির্দেশিকায় শুধুমাত্র বিমান সংস্থাই নয়, যাত্রীদের অভিযোগও যাতে গুরুত্ব পায় সে নিয়ম করা হয়েছে। বিমান সংস্থার অভিযোগ বা নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে পারবেন সংশ্লিষ্ট যাত্রী। তা নিয়ে জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বাধীন বিমান সংস্থার অভ্যন্তরীণ কমিটিতে আবেদন করতে পারবেন যাত্রীরা। সেখানেও বিষয়টি মিটমাট না হলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক গঠিত কমিটিতে আবেদন করতে পারবেন তাঁরা। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই কমিটি গঠন করতে হবে।

আরও পড়ুন

হেনস্থা? দিল্লি মেট্রোয় জামা খুলে প্রতিবাদ আফ্রিকান মহিলার

বিমান ছাড়ার আগে অথবা উড়ানে কোনও যাত্রীর আচরণ সহযাত্রীদের কাছে আশঙ্কাজনক হলে বা তা যদি উড়ানের ‘স্বাভাবিক কাজকর্মে’ বাধার সৃষ্টি করে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাত্রী তালিকা থেকে বাদ দিতে পারে বিমান সংস্থা। পরের বার ওই বিমান সংস্থার উড়ানে উঠতে নিষেধাজ্ঞা জারি করতে পারে ওই সংস্থা। তবে এত দিন তা নিয়ে সরকারের তরফে কোনও সুস্পষ্ট নির্দেশিকা ছিল না। অবশেষে সেই পথেই এগোচ্ছে কেন্দ্র। গত ২৩ মার্চ এ রকম পরিস্থিতিতে পড়ে এয়ার ইন্ডিয়া। পুণে থেকে দিল্লি আসার পথে উড়ানে বিমান সংস্থার এক কর্মীকে ২৫ বার জুতোপেটা করার অভিযোগ ওঠে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে। এর পরই তাঁকে যাত্রী তালিকা থেকে বাদ দেয় এয়ার ইন্ডিয়া। একে একে ইন্ডিগো-সহ দেশের বেশ কয়েকটি বিমান সংস্থাও একই পথ অনুসরণ করে। অভিযোগ অস্বীকার করলেও ওই সাংসদ শেষমেশ সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেওয়ায় বিষয়টি মিটমাট হয়।

No-Fly Rules Ravindra Gaikwad Unruly Behaviour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy