নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢাকল আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যায় ঘুনি বস্তির একাধিক ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও ১০টি ইঞ্জিন গিয়েছে সেখানে। আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই।
কী কারণে এই অগ্নিকাণ্ড, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুপড়িগুলোতে বাঁশ, ত্রিপলের মতো জিনিস প্রচুর পরিমাণে থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বস্তিতে ঢোকার রাস্তা সরু এবং ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হচ্ছে। সেই কারণে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের।
সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগার খবর যায় দমকলের কাছে। তার পর থেকে মোট ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আগুন লাগার পর বেশ কয়েক বার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না দমকলও। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। নিউটাউনের ওই বস্তিতে বহু মানুষ থাকতেন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে প্রবল ঠান্ডায় তাঁদের অনেকেই মাথার ছাদ হারালেন।