মনমোহন সিংহের নিরাপত্তায় অবনমন। স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নয়, এ বার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। তবে তাঁর জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল থাকছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, রাজনৈতিক নেতাদের উপর হামলার আশঙ্কার উপর ভিত্তি করে নিয়মিত ব্যবধানে পেশাদার পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এখনও কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কংগ্রেস সূত্রে খবর, মোদী সরকারের বিরুদ্ধে এ নিয়ে দলের নেতারা সরব হবেন।
২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত পর পর দু’বার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। এই সিদ্ধান্তের ফলে এ বার মনমোহনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। সূত্রের খবর, তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হবে ৩৫ জন সিআরপি কমান্ডো। ২৪ ঘণ্টা তাঁর নিরাপত্তার দেখভাল করবেন ওই কমান্ডোরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের আগে পর্যন্ত যার দায়িত্বে ছিলেন এসপিজি-র কমান্ডোরা।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এই অবনমন কেন? স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিয়মিত ব্যবধানে ভিভিআইপিদের নিরাপত্তা পর্যালোচনা করা হয়। সেই প্রক্রিয়া পুরোপুরি পেশাদার। মনমোহন সিংহের ক্ষেত্রেও সেই ভাবেই পেশাদারদের দিয়ে করানো হয়েছে। তাঁদের সুপারিশ মতোই প্রাক্তন প্রধানমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগরিতে বদল হচ্ছে না। তবে এসপিজির বদলে তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআরপিএফ-কে।