আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় রান্নার গ্যাস, পেট্রল, ডিজ়েলের দাম বাড়বে, তা জানাই ছিল। সোমবার রাতে পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরে রাজনৈতিক স্তরে তার বিরোধিতা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কী ভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন।
উত্তরপ্রদেশের ভোটে আগে প্রায় চার মাস জ্বালানির দাম বাড়েনি। উত্তরপ্রদেশের ভোটগ্রহণ ৭ তারিখে মিটে যাওয়ার পরেও গত দু’সপ্তাহ দাম বৃদ্ধি ঠেকিয়ে রাখা হয়েছিল। সরকারের চিন্তা হল, এ বার দাম বাড়তে শুরু করায় তার ধাক্কা সার্বিক ভাবেই মূল্যবৃদ্ধির উপরে পড়বে। সূত্রের খবর, অন্তত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে দ্রুত মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হতে পারে।
দীর্ঘ দিন শান্ত থাকার পরে আজ সংসদের দুই কক্ষই জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে উত্তাল হয়েছে। রাজ্যসভার অধিবেশন দু’দফায় মুলতুবি করে দিতে হয়েছে। লোকসভায় কংগ্রেসের মাণিকম টেগোর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলেন। স্পিকার ওম বিড়লা তাতে সায় না দেওয়ায় কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এনসিপি, বাম, এমডিএমএকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্সের মতো বিরোধী দলের সাংসদরা একসঙ্গে ‘ওয়াক আউট’ করেন।