Advertisement
E-Paper

কাবেরী-খসড়া সুপ্রিম কোর্টে

দীর্ঘ বিলম্বের পরে শেষমেশ কাবেরী জলবণ্টন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের কাছে খসড়া প্রস্তাব জমা করল কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৫:৫৯

দীর্ঘ বিলম্বের পরে শেষমেশ কাবেরী জলবণ্টন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের কাছে খসড়া প্রস্তাব জমা করল কেন্দ্র।

শীর্ষ আদালত আগেই জানিয়েছিল, আজ, সোমবার কেন্দ্রীয় জলসম্পদ সচিবকে ব্যক্তিগত ভাবে আদালতে উপস্থিত থেকে ওই প্রস্তাবের খসড়া জমা করতে হবে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এ দিন জানায়, কেন্দ্রীয় জলসম্পদ সচিবের জমা করা ওই খসড়া প্রস্তাব তারা খতিয়ে দেখবে। সব দিক বিবেচনার পরেই এ নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।

তামিলনাড়ু, কেরল, কর্নাটক ও কেন্দ্রশাসিত পুদুচেরীতে কাবেরী নদীর জল ভাগ করে দেওয়ার জন্য কেন্দ্রকে কাবেরী জলবণ্টন বোর্ড তৈরির নির্দেশ দিয়েছিল সু্প্রিম কোর্ট। কিন্তু তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছে কেন্দ্র। কখনও কর্নাটক ভোটের যুক্তি তো কখনও নেতামন্ত্রীদের ব্যস্ততা। গত শুনানিতে এ নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনাও করে শীর্ষ আদালত। ইতিমধ্যেই কর্নাটককে অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি ফুট জল দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। ১৬ মে তথা এ নিয়ে রাজ্যগুলির আবেদন শুনবে শীর্ষ আদালত। আর সে দিনের দিকেই আপাতত তাকিয়ে তামিলনাড়ু সরকার।

Cauvery Sharing Draft Scheme Central Govt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy