Advertisement
E-Paper

ভারতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জার্মান চ্যান্সেলরের, দিল্লি এবং বার্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর, ‘ট্রানজ়িট ভিসায়’ ছাড়

সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত এখনও অনেকটাই রাশিয়ার উপরে নির্ভরশীল। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লির এই রুশ-নির্ভরতা কাটাতে চায় বার্লিন। সে ক্ষেত্রে তারা ভারতকে উন্নত সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:২৬
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চান্সেলর (রাষ্ট্রপ্রধান) ফ্রিডরিখ মের্ৎজ়। সোমবার অহমদাবাদের সাবরমতী আশ্রমে।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চান্সেলর (রাষ্ট্রপ্রধান) ফ্রিডরিখ মের্ৎজ়। সোমবার অহমদাবাদের সাবরমতী আশ্রমে। ছবি: রয়টার্স।

দু’দিনের সফরে ভারতে এসেছেন জার্মানির চান্সেলর (রাষ্ট্রপ্রধান) ফ্রিডরিখ মের্ৎজ়। সোমবার গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। তার পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়।

প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বোঝাপড়া আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে নয়াদিল্লি এবং বার্লিন। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার নিয়েও বোঝাপড়া আরও বৃদ্ধির কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতীয়দের জার্মানিতে থাকার ক্ষেত্রে ভিসা (যা ট্রানজ়িট ভিসা) লাগবে না বলে জানানো হয়েছে। জার্মানির স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে ভারতের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিবাসনকে বৈধতা দেওয়ার কথাও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। দুই দেশের মধ্যে তথ্য এবং মেধার আদানপ্রদান বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছেন মোদী এবং মের্ৎজ়।

সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত এখনও অনেকটাই রাশিয়ার উপরে নির্ভরশীল। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লির এই রুশ-নির্ভরতা কাটাতে চায় বার্লিন। সে ক্ষেত্রে তারা ভারতকে উন্নত সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে পারে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। বর্তমানে বার্লিনের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকারও বেশি)। জার্মানির প্রায় ২০০০ সংস্থা এখন ভারতে কাজ করে। এই দুইয়ের পরিমাণ আরও বাড়াতে চায় ভারত এবং জার্মানি।

জার্মানি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আলোচনা চলছে। মের্ৎজ়ের এই সফর এই আলোচনাকে ত্বরান্বিত করতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ভারতে আসার আগেই এই চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। জার্মানির চ্যান্সেলর হিসাবে ভারতে তো বটেই, এই প্রথম এশিয়ার কোনও দেশে এলেন মের্ৎজ়। গান্ধীনগরে মোদীর সঙ্গে বৈঠকে বসার আগে অহমদাবাদের সাবরমতী আশ্রমে গিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর। তার পর তিনি সবরমতী নদীর ধারে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দেন। মোদীর সঙ্গে ঘুড়ি ওড়়াতেও দেখা যায় মের্ৎজ়কে।

Friedrich Merz Germany Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy