Advertisement
০৬ মে ২০২৪

আজীবন ‘কংগ্রেসি’ প্রণব কি এ বার নাগপুরে আরএসএসের সভার অতিথি?

রাষ্ট্রপতি থাকাকালীন একাধিক বার আরএসএস-এর অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছেন প্রণববাবু। আজীবন ‘কংগ্রেসম্যান’ প্রণববাবু নাগপুরে স্বয়ংসেবকদের সামনে বক্তৃতা করছেন— বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৫:২১
Share: Save:

আগামী ৭ জুন নাগপুরে আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি নিজে এসে নিমন্ত্রণ করে গিয়েছেন প্রণবকে। প্রণববাবুর তরফে প্রাথমিক ভাবে সম্মতি মিলেছে বলেও সঙ্ঘ সূত্রের দাবি। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই অনুষ্ঠানে যাবেন কি না, প্রণব নিজেই এখনও ধন্দে। প্রণববাবুর ঘনিষ্ঠ সূত্র বলছেন, ‘‘আমন্ত্রণ এসেছে। যাওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। দিন কয়েকের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’’

রাষ্ট্রপতি থাকাকালীন একাধিক বার আরএসএস-এর অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছেন প্রণববাবু। আজীবন ‘কংগ্রেসম্যান’ প্রণববাবু নাগপুরে স্বয়ংসেবকদের সামনে বক্তৃতা করছেন— বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সূত্রের খবর, ২০১৯-এর নির্বাচনের আগে আরএসএস প্রণব মুখোপাধ্যায়কে যতটা সম্ভব প্রশমিত রাখার কৌশল নিতে চাইছে। সঙ্ঘ নেতৃত্বের যুক্তি, ভোট পরবর্তী সম্ভাব্য জোটের খেলায় প্রণববাবুর মতো এক জন পোড় খাওয়া প্রাক্তন রাজনীতিবিদকে কংগ্রেসের আওতা থেকে দূরে রাখতে পারলে লাভ হতে পারে বিজেপি-আরএসএসের। অন্য দিকে তিনি যদি শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নেন, তা হলে কংগ্রেস শিবিরে তার কী প্রতিক্রিয়া হয় সেটিও বিবেচনায় রাখতে চাইছেন প্রণব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee RSS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE