তিন কোটি টাকা দাবি করে বার বার ব্ল্যাকমেল করছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে দামি গাড়ি, টাকাও আদায় করেছিলেন। ক্রমাগত হুমকি আর দাবি মেটানোর চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক নামী সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মঙ্গলবার ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মুম্বইয়ের।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজ লীলা মোরে। রাহুল পরওয়ানি এবং সাবা কুরেশি নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং ব্ল্যাকমেল করার অভিযোগ তুলেছেন। রাজের ঘর থেকে তিনটি চিঠি উদ্ধার হয়েছে। একটি পরিবারকে উদ্দেশ করে লেখা। একটি তাঁর সহকর্মীদের উদ্দেশ করে। আর তৃতীয়টিতে তিনি দুই অভিযুক্তের কথা উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, তৃতীয় চিঠিতে রাজ অভিযোগ তুলেছেন, গত ১৮ মাস ধরে রাহুল এবং সাবা তাঁকে হুমকি দিচ্ছিলেন। ওই দুই ব্যক্তি জানতেন শেয়ার বাজারে বিপুল টাকা খাটান মোরে। শুধু তা-ই নয়, তিনি নিজেও একটি নামী সংস্থায় কাজের সূত্রে বিপুল টাকা বেতনও পান। রাজের অভিযোগ, রাহুল এবং সাবা তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য চাপ দিচ্ছিলেন। তাঁর কাছ থেকে দামি গাড়িও আদায় করেন। গত কয়েক মাস ধরে মানসিক চাপে ছিলেন রাজ। এমনই জানিয়েছেন তাঁর মা। কিন্তু কেন মানসিক চাপ ছিল, তা কাউকে জানাননি।
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।