রাহুল গান্ধীর ভিডিয়ো বিকৃত করে চালানোয় অভিযুক্ত সাংবাদিক রোহিত রঞ্জনকে পলাতক ঘোষণা করল ছত্তীসগঢ় পুলিশ। অন্য দিকে, ছত্তীসগড় পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রোহিত। তাঁর ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করে ‘নিউজ় ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি’-র চেয়ারম্যানকে চিঠি লিখেছে কংগ্রেস।
রোহিত রঞ্জনের অনুষ্ঠানে একটি ভিডিয়ো চালিয়ে দাবি করা হয়, রাহুল উদয়পুরের দর্জি কানহাইয়া লালের খুনিদের ক্ষমা করে দিতে চাইছেন। কিন্তু কংগ্রেসের তরফে জানানো হয়, ওই ভিডিয়োয় আসলে কেরলের ওয়েনাড়ে তাঁর অফিসে যারা ভাঙচুর চালিয়েছে তাদের ক্ষমা করে দেওয়ার কথা বলছেন রাহুল। পরে ক্ষমা চান রোহিত ও চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় ও রাজস্থানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতায় উস্কানি দেওয়া-সহ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়।
গত কাল ভোরে উত্তরপ্রদেশে গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমে রোহিতের বাড়িতে তাঁকে গ্রেফতার করতে আসে ছত্তীসগঢ় পুলিশ। রোহিত টুইটারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশকে না জানিয়ে গ্রেফতার করতে আসা আইনসম্মত কি না। ছত্তীসগঢ় পুলিশ জানায়, আদালতের নির্দেশে পরোয়ানা নিয়েই এসেছে তারা। স্থানীয় পুলিশকে জানানোর প্রয়োজন নেই। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপেক্ষাকৃত লঘু অভিযোগে রোহিতকে গ্রেফতার করে নিয়ে যায়। দুই রাজ্যের পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে জামিন পান রোহিত।