Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ganja

Ganja Seller: মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে গাঁজা! ‘সাধু’কে হাতেনাতে ধরল পুলিশ

পুলিশের কাছে খবর ছিল, চেন্নাইয়ে বিভিন্ন মন্দিরের বাইরে গাঁজা বিক্রি হচ্ছে। সেই মতো বিক্রেতাকে পাকড়াওয়ের পরিকল্পনা করেছিল পুলিশ।

গাঁজা বিক্রিতে অভিযুক্ত ব্যক্তি।

গাঁজা বিক্রিতে অভিযুক্ত ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা
চেন্নাই শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৮:০৩
Share: Save:

গাঁজা বিক্রির অভিযোগে গেরুয়াধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। ৫০ বছরের ওই ব্যক্তি বিভিন্ন মন্দিরের বাইরে গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির নাম দামু। তাঁকে গ্রেফতারের পর তাঁর দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের কাছে খবর ছিল, চেন্নাইয়ে বিভিন্ন মন্দিরের বাইরে গাঁজা বিক্রি হচ্ছে। সেই মাদক বিক্রেতাদের ধরার চেষ্টা করা হচ্ছিল। সম্প্রতি এলিফ্যান্ট ট্যাঙ্ক স্ট্রিটের একটি মন্দিরের সামনে ক্রেতা সেজে হাজির হয়েছিলেন পুলিশকর্মীরা। গেরুয়া পোশাক পরে সাধু সেজে থাকা দামু খবরের কাগজে পুরিয়া পাকিয়ে গাঁজা দিতেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। তাঁর কাছ থেকে সাত কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নজর এড়াতে সাধুর বেশ নিয়েছিলেন দামু। তাঁর উপর যাতে সন্দেহ না হয়, সে জন্য সেই ভেক ধরে বিভিন্ন মন্দিরের সামনে গাঁজা বিক্রি করতেন তিনি। পুলিশের জেরায় দামু জানিয়েছেন, থেনির বাসিন্দা এম রাজা এবং মাইলাদুথুরাইয়ের বাসিন্দা ই আসাথাম্মি তাঁকে গাঁজা সরবরাহ করতেন। ওই দুই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে গাঁজা নিয়ে এসে তামিলনাড়ুতে বিক্রি করতেন রাজা এবং আসাথাম্মি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganja Drug Peddler Chennai Tamilnadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE