Advertisement
E-Paper

হাতে আর মাত্র সাত মাস! মাওবাদী নির্মূলের পরিকল্পনা নিয়ে শাহের সঙ্গে বৈঠকে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ ‘মাওবাদী মুক্ত’ হবে। প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের ১০টি রাজ্যের মোট ১০৬টি জেলা ‘মাওবাদী প্রভাবিত’ বলে চিহ্নিত করেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:০৭
(বাঁ দিকে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই (ডান দিকে)।

(বাঁ দিকে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই (ডান দিকে)। ছবি: পিটিআই।

দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শুক্রবারের বৈঠকে মাওবাদী দমন অভিযানের অগ্রগতি এবং উপদ্রুত এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ ‘মাওবাদী মুক্ত’ হবে। প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের ১০টি রাজ্যের মোট ১০৬টি জেলা ‘মাওবাদী প্রভাবিত’ বলে চিহ্নিত করেছিল। তার মধ্যে সাতটি রাজ্যের ৩৫টি জেলা ‘অতি প্রভাবিত’ হিসাবে চিহ্নিত করেছিল। গত বছরের একটি রিপোর্টে জানানো হয়েছিল, দেশের ৩৮টি জেলায় এখনও সক্রিয় মাওবাদীরা।

চলতি সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, ২০১৩ সালে ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ ছিল ১২৬টি জেলা। ২০২৫ সালের এপ্রিলে তা নেমে এসেছে ১৮টি জেলায়। ঘটনাচক্রে, এর মধ্যে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের ছ’টি জেলা রয়েছে। মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তীসগঢ় পুলিশ ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে ২০২০ সালের জুনে শুরু হয়েছিল ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি। পাশাপাশি, ২০২৩ সালের ডিসেম্বের মাস থেকে পিএলজিএ জঙ্গিদের বিরুদ্ধে বস্তার ডিভিশনের অবুঝমাঢ়ের জঙ্গলে ধারাবাহিক ভাবে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। এর পর ৩৩টি বড় সংঘর্ষে শীর্ষ নেতা-সহ মোট ৪৪৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এ ছাড়াও, ১,৫৫৪ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে এবং ১,৫৮৮ জন আত্মসমর্পণ করেছেন।

CPI Maoist Chattisgarh Vishnu Deo Sai Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy