Advertisement
১১ মে ২০২৪

পঠানকোট হামলার কড়া নিন্দায় চিন, ভারতের সঙ্গে নতুন সমীকরণের আভাস

ভারতের পাশে দাঁড়াল এ বার চিন। পঠানকোটে জঙ্গি হামলার কড়া নিন্দা শোনা গেল চিনের মুখে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত বললেন, এই জঙ্গি হামলার পর ভারতবাসীর ক্ষোভ এবং রাগ কোথায় পৌঁছতে পারে, তা চিনও অনুভব করছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ২০:৪৩
Share: Save:

ভারতের পাশে দাঁড়াল এ বার চিন। পঠানকোটে জঙ্গি হামলার কড়া নিন্দা শোনা গেল চিনের মুখে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত বললেন, এই জঙ্গি হামলার পর ভারতবাসীর ক্ষোভ এবং রাগ কোথায় পৌঁছতে পারে, তা চিনও অনুভব করছে।

ভারতে জঙ্গি হামলা এই প্রথম বার নয়। এর চেয়েও অনেক বড় বড় সন্ত্রাসবাদী হামলার স্বীকার হয়েছে ভারত। কিন্তু সেই সব জঙ্গি হামলার এত কড়া নিন্দা করে ভারতের প্রতি যে চিন প্রত্যেক বারই সমবেদনা জানিয়েছে, তেমন নজির নেই। কূটনৈতিক প্রোটোকল মেনে বেশ কয়েকবার ভারতে জঙ্গিহানার দায়সারা সমালোচনা শোনা গিয়েছে চিনের মুখে। কিন্তু পঠানকোট হামলার নিন্দা চিনা রাষ্ট্রদূত যে ভাষায় করেছেন, তা নজিরবিহীন ভাবে কড়া। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঠানকোট গিয়েছিলেন। সেই দিনেই নয়াদিল্লিতে চিনা রাষ্ট্রদূত বলেছেন, ‘‘চিনও সন্ত্রাসের শিকার। আমরা ভারতের মানুষের অনুভূতি এবং রাগের সহমর্মী। সন্ত্রাসবাদী হামলা যেখানেই হোক, চিন সব সময়ই তার কঠোর নিন্দা করবে।’’

যেখানেই সন্ত্রাসবাদী হামলা হোক, চিন তার কঠোর নিন্দা করবে— এই মন্তব্য ভারতের জন্য আলাদা করে তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু ভারতের মানুষের মধ্যে এখন যে ক্রোধ তৈরি হয়েছে, তা খুব সঙ্গত বলে যে বার্তা চিন দিতে চেয়েছে, তার কূটনৈতিক গুরূত্ব অসীম। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা অন্তত তাই বলছেন। আঞ্চলিক সমীকরণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা মাথায় রেখে চিনও এ বার ভারতের সম্পর্কে অবস্থান বদল করছে বলে মনে করছেন কূটনীতিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE