গলওয়ান সংঘাতের পর উত্তেজনা প্রশমিত করে সীমান্তে আরও কিছু আস্থাবর্ধক পদক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এবং চিন। সোমবার ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে সীমান্তকে স্থায়ী ভাবে শান্তিপূর্ণ করার চেষ্টা করা হবে ওই বৈঠকে।
সূত্রের খবর, ওই বৈঠকে ভারত বলবে, ২০২০ সালের পূর্ব লাদাখে সংঘাতের সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে যে লাল ফৌজ জমায়েত করা হয়েছিল তা যত দ্রুত সম্ভব ফিরিয়ে নিতে। এখনও বাড়তি ১ লক্ষ সেনা মোতায়েন রয়েছে বলে খবর, যা সাউথ ব্লকের মাথাব্যথার কারণ। ভারতের এই অনুরোধে চিন কতটা সাড়া দেয় তার উপরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি কিছুটা হলেও নির্ভর করছে বলে কূটনৈতিক সূত্রের খবর। চলতি মাসের শেষে চিন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এসসিও সম্মেলনে যোগ দিতে। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের ভিত্তি ওয়াং ই এবং ডোভালের বৈঠকে তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা এবং সিকিমের নাথু লা— এই জায়গাগুলি দিয়ে ফের বাণিজ্যের কথা ভাবা হচ্ছে। সীমান্ত বাণিজ্য-আলোচনা নিয়ে ইতিবাচক চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনও। বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সীমান্ত বাণিজ্য উভয় দেশেরই সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)