Advertisement
০১ মে ২০২৪
Chinese Goods

চিনা জিনিস কেন সস্তা?

প্রশ্নের জবাব দিল কেন্দ্র। জানিয়ে দিল, চিন সরকার তাদের উত্পাদন খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দেয়। পাশাপাশি, চিনে ছোট ছোট কারখানায় প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার জন্য তারা জিনিসের দাম কমিয়ে বাজারে ছাড়তে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১২:৪৯
Share: Save:

একই জিনিস ভারতে তৈরি হচ্ছে। অথচ, চিন থেকে আসা সেই একই জিনিসের দাম আরও সস্তা। কেন?

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয় জানতে চান বিরোধীরা। এ বার সে প্রশ্নের জবাব দিল কেন্দ্র। জানিয়ে দিল, চিন সরকার তাদের উত্পাদন খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দেয়। পাশাপাশি, চিনে ছোট ছোট কারখানায় প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার জন্য তারা জিনিসের দাম কমিয়ে বাজারে ছাড়তে পারে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ফের চিনা অনুপ্রবেশ

সোমবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরী লোকসভায় জানান, চিনে অধিকাংশই ছোট কারখানা। ভর্তুকির পাশাপাশি তাদের করের পরিমাণও কম। সে জন্য ওই সব কারখানায় উৎপাদিত জিনিসের দামও অপেক্ষকৃত কম। পাশাপাশি মন্ত্রীর দাবি, চিন সরকারের ভর্তুকির বিষয়টি অস্বচ্ছ। সরকার কী হিসাবে কোনও দ্রব্যের উপর ভর্তুকি দেয়, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটা চিন সরকারের কৌশল বলেও মত কেন্দ্রীয় মন্ত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE