Advertisement
০৯ মে ২০২৪
China

শ্রীলঙ্কায় চিনের নতুন বন্দর ভারতের মাথাব্যথার কারণ হতে পারে, মনে করছে নৌবাহিনী

জি অশোক কুমার বলেন, ‘‘ভারতের নৌবাহিনী সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে প্রস্তুত। কেউ আমাদের চমকে দেবে এমন কোনও সম্ভাবনা নেই।’’

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:৩৫
Share: Save:

চিন নৌবাহিনীর শ্রীলঙ্কায় নতুন বন্দর প্রকল্প ভারতের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছে ভারতের নৌবাহিনীর উপপ্রধান। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার বলেন, ‘‘ভারতের নৌবাহিনী দেশের সমুদ্রসীমা সুরক্ষিত রাখার জন্য খুব ভালভাবে প্রস্তুত এবং কেউ আমাদের অবাক করে দেবে এমন কোনও উপায় নেই।’’ তবে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় চিনের কর্মকাণ্ডে কড়া নজর রাখা দরকার।

অশোক বলেন, ‘‘চিনের বন্দর তৈরি ভারতের জন্য হুমকি কি না, তা বিশ্লেষণ করা খুব কঠিন প্রশ্ন। তবে এটা সত্যি যে এই অঞ্চলের বাইরে থাকা কোনও দেশ যখন অন্য দেশে বন্দর তৈরি করতে আগ্রহ দেখাতে শুরু করে, তখন সেটা ভাবার বিষয়। তখন ভাবতে হয় তারা কি আমাদের হুমকির দিতে পারে? উত্তর, পারে। আমরা বিষয়টার উপর নজর রাখছি।’’

চিনারা শ্রীলঙ্কার কলম্বোর কাছে একটি বন্দর নগরী তৈরি করছে। এর আগে আরও একটি বন্দরের উপর নিয়ন্ত্রণ নেয় বেজিং। চিনারা কি সমুদ্রপথে ভারতকে চমকে দিতে পারে? এই প্রশ্নের জবাবে ভাইস অ্যাডমিরাল বলেন, ‘‘সমুদ্রে আমাদের চমকে দেওয়ার সম্ভাবনা কম। আমরা এক দশক আগের চেয়ে এখন অনেক বেশি প্রস্তুত হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Indian Navy srilanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE