২০১৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হল মঙ্গলবার। গত বছরের মতোই প্রথম স্থানে একটি মেয়ে—দিল্লির টিনা ডাবি। দ্বিতীয় স্থানে জম্মু-কাশ্মীরের আথার আমির উল শফি খান। তৃতীয় স্থানে দিল্লির জসমিত সিংহ সান্ধু। ২২ বছরের টিনা প্রথম বারেই ছুঁয়েছেন সাফল্যের শিরোপা। আথারের এটি দ্বিতীয় প্রচেষ্টা। গত বছর তিনি ভারতীয় রেল ট্রাফিক সার্ভিসে নির্বাচিত হয়েছিলেন। এখন লখনউয়ে প্রশিক্ষণ করছেন তিনি। জসমিতের এটা চতুর্থ বারের প্রচেষ্টা। এ বছর ১০৭৮ জন কৃতী পরীক্ষার্থীর তালিকা বার করেছে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন।