Advertisement
০৬ মে ২০২৪

৩ অফিসার-সহ নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর বিমান

৩ অফিসার সহ নিখোঁজ হল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। সোমবার রাতের ঘটনা। উপকূলরক্ষী বাহিনীর তরফে খবর, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দু’জন পাইলট এবং একজন নেভিগেটর সহ ওই ডর্নিয়ার বিমানটি চেন্নাই থেকে আকাশে ওড়ে। রাত দশটার কাছাকাছি তিরুচিরাপল্লীর কাছে শেষ বারের মতো বিমানটিকে চিহ্নিত করা যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৯:৫৮
Share: Save:

৩ অফিসার সহ নিখোঁজ হল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। সোমবার রাতের ঘটনা।

উপকূলরক্ষী বাহিনীর তরফে খবর, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ডর্নিয়ার বিমানটি চেন্নাই থেকে আকাশে ওড়ে। বিমানে ছিলেন পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট বিদ্যা সাগর, কো-পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট সুভাষ এবং অবজার্ভার ডেপুটি-কম্যান্ড্যান্ট এন কে সোনি। উপকূলরক্ষী বাহিনীতে এই বিমানটিকে ২০১৪-তেই ব্যবহার করা শুরু হয়েছিল।

ওই দিন রাত ৯টা থেকে ৯টা ২৩ পর্যন্ত তিরুচিরাপল্লির কাছে শেষ বারের মতো র‌্যাডারে বিমানটিকে দেখা গিয়েছিল। তার পরে আর কোনও খোঁজ মেলেনি। উপকূলরক্ষী বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতরের মুখপাত্র অভিনন্দন মিত্র জানান, নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর পাঁচটি জাহাজ, নৌসেনা বাহিনীর চারটি জাহাজ এবং বিমান নিয়ে নিখোঁজ ডর্নিয়ারটির খোঁজ চলছে বলে জানিয়েছেন তিনি।

এই নিয়ে এ বছরে উপকূলরক্ষী বাহিনীর দু’টি বিমান নিঁখোজ হল। এর আগেরটি গত মার্চ মাসে নিখোঁজ হয় গোয়ার কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coast guard Dornier aircraft Chennai coast crew
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE