আগামী কয়েক দিনের মধ্যে তামিলনাড়ু থেকে সমুদ্রপথে আরব সাগরের কোনও এক জায়গায় মাদক পাচার হতে পারে। গোয়েন্দারা আগেই উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করেছিলেন। তার পর থেকেই লক্ষদ্বীপের উপকূলে কড়া নজরদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার রাত হতেই দু’টি নৌকা নজরে আসে তাদের। এক মুহূর্ত দেরি না করে দু’টি নৌকাকে তাড়া করে উপকূলরক্ষী বাহিনী।
উপকূলরক্ষী বাহিনীকে আসতে দেখেই পালানোর চেষ্টা করে ‘প্রিন্স’ এবং ‘লিটল জেসাস’ নামে নৌকা দু’টি। উপকূলরক্ষী বাহিনী নৌকার সওয়ারিদের আত্মসমর্পণ করার জন্য বার বার সতর্ক করে। কিন্তু তা না করে দু’টি নৌকাই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ে তাদের গতিরোধ হচ্ছিল। ফলে খুব বেশি দূর এগোতে পারেনি নৌকা দু’টি। তাদের ঘিরে ধরে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি জাহাজ।