আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীদের আরশোলা-বিড়ম্বনা। বদলাতে হল দুই যাত্রীর আসন! সোমবার আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৮০। বিমানটি সেখান থেকে উড়ে যায় মুম্বইয়ে। কলকাতায় আসার পথে বিমান যখন মাঝ-আকাশে তখন কয়েকটি আরশোলা দেখতে পান যাত্রীরা।
আরশোলার দেখা মিলতেই খবর দেওয়া হয় বিমানকর্মীদের। দুই যাত্রী জানান, আরশোলার উৎপাতে নিজেদের আসনে বসতে পারছেন না তাঁরা। তড়িঘড়ি ওই দু’জনকে অন্য দুই আসনে বসানোর ব্যবস্থা করা হয়। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, “সান ফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানে কিছু ছোট আরশোলার জন্য দু’জন যাত্রীর অসুবিধা হচ্ছিল। আমাদের কর্মীরা তাঁদের আসন বদলে দেন। তার পর তাঁদের আর কোনও অসুবিধা হয়নি।”
আরও পড়ুন:
বিমান সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, কলকাতায় নামার পর গোটা বিমানটি পরিষ্কার করা হয়। তার পর নির্ধারিত সময়েই ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কী কারণে ওই বিমানে আরশোলা ঢুকল তা খতিয়ে দেখছে তারা। আরশোলা-বিড়ম্বনার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থাটি।