Advertisement
E-Paper

শৈত্যপ্রবাহের পরিস্থিতি ওড়িশায়! সিমলিপালে শূন্যে নেমে গেল তাপমাত্রা, সতর্কতা জারি রাজ্যের ১৩ জেলায়

মৌসম ভবনের বিজ্ঞানী ইউএস দাস জানিয়েছেন, ভুবনেশ্বরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। সিমলিগুড়ায় বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:১৬
ঠান্ডায় কাঁপছে ওড়িশা। ছবি: সংগৃহীত।

ঠান্ডায় কাঁপছে ওড়িশা। ছবি: সংগৃহীত।

ওড়িশায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সতর্ক করা হল রাজ্যের জেলাগুলিকে। বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের ১৩ জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি জারি থাকবে আগামী তিন দিন।

মৌসম ভবনের বিজ্ঞানী ইউএস দাস জানিয়েছেন, ভুবনেশ্বরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। সিমলিগুড়ায় বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস। ফুলবনিতে ৫ ডিগ্রি, রাউরকেলায় ৫.৪, ঝরসুগুড়ায় ৫.৮, দারিংবাড়িতে ৬, ভবানীপাটনা এবং নবরংপুরে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্য দিকে, ময়ূরভঞ্জের সিমলিপালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শূন্যের ঘরে। কটক, কোরাপুট এবং রায়গড়ে তাপমাত্রা ছিল ৯.৬। সোনপুরে ৯.৯, সম্বলপুর এবং মহিষপাতায় তাপমাত্রার পারদ ছিল ১০-এর ঘরে। গ্রামীণ এলাকাগুলিতে শীতের প্রকোপ অনেকটাই বাড়বে আগামী দিনে। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই জগৎসিংহপুর, কটক, বালেশ্বর, খুর্দা, অঙ্গুল, ঝরসুগুড়া, কেওনঝর, ঢেঙ্কানল, সুন্দরগড়, কালাহান্ডি, কন্ধমল, সোনপুর, নবরংপুরে শৈত্যপ্রবাহ পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, দেশের ১৫টি রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। তার মধ্যে রয়েছে ওড়িশাও। শুধু ঠান্ডার কামড়ই নয়, তার সঙ্গে কুয়াশার দাপটও চলবে আগামী কয়েক দিন। ওড়িশার পাশাপাশি শৈত্যপ্রবাহ চলবে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজ়োরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং উত্তরাখণ্ডে। সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও।

Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy