রাজস্থানের বারমেরের জেলাশাসক টিনা দাবিকে ‘রিল স্টার’ বলে কটাক্ষ করার অভিযোগে প্রতিবাদমুখর এবং বিক্ষোভকারী একদল কলেজপড়ুয়াকে আটক করা হল। যদিও পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করার বিষয়টি অস্বীকার করেছেন জেলাশাসক টিনা।
ঘটনার সূত্রপাত বারমেরের মহারানা ভূপাল কলেজের পরীক্ষার ফি বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে নামেন পড়ুয়ারা। তাঁরা জেলাশাসকের দফতরের বাইরে হাজির হন। জেলাশাসক টিনা দাবির সঙ্গে দেখা করার দাবি জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসনের এক আধিকারিক বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। তাঁদের শান্ত করার চেষ্টা করেন। পড়ুয়াদের দাবি ওই আধিকারিক তাঁদের বলেন, ‘‘জেলাশাসক আপনাদের রোল মডেল। যদি তিনি দফতরে থাকতেন তা হলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসতেন। আপনাদের অভিযোগ শুনতেন।’’
জেলাশাসকের সঙ্গে দেখা করতে না পেরে পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ক্ষোভ প্রকাশ করে ওই আধিকারিকের ‘রোল মডেল’-এর মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন বলে অভিযোগ। পড়ুয়ারা পাল্টা বলেন, ‘‘জেলাশাসক রোল মডেল নন, তিনি রিল স্টার। বিভিন্ন জায়গায় যান আর রিল বানান। কিন্তু আমাদের অভিযোগ শোনার সময় নেই তাঁর।’’ জেলাশাসককে ‘রিল স্টার’ বলার অভিযোগে তাঁদের আটক করা হয় বলেও দাবি পড়ুয়াদের। এর পরই বিক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ তাঁদের সঙ্গীদের মুক্ত করতে থানা ঘেরাও করেন। তবে পুলিশ আধিকারিক মনোজ কুমার দাবি করেছেন, কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এমনকি কারও সঙ্গে দুর্ব্যবহারও করা হয়নি। পরিস্থিতি শান্ত করার জন্য চার পড়ুয়াকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাঁরা চলেও যান।
জেলাশাসক টিনা দাবিও পড়ুয়াদের আটক বা গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন। পাল্টা তাঁর দাবি, পড়ুয়ারা রাস্তা আটকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিলেন। তখন তাঁদের থানায় নিয়ে আসা হয়। তাঁদের সঙ্গে কথা বলা হয়। তার পর তাঁরা থানা ছেড়ে চলেও যান।