Advertisement
৩০ এপ্রিল ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

ত্রিপুরায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী মোদী। কোচবিহারের মাথাভাঙায় অভিষেকের জনসভা। বীরভূমের ময়ূরেশ্বরে শুভেন্দুর জনসভা। শহরে বিজেপি সভাপতি নড্ডা।

A Photograph of BJP National President JP Nadda

শনিবার কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১৩
Share: Save:

ত্রিপুরায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী মোদী

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে ওই রাজ্যে আজ প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর একটি জনসভা রয়েছে। নজর থাকবে সে দিকে।

কোচবিহারে অভিষেকের জনসভা

আজ, শনিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। দুপুর ১ নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা।

বীরভূমে শুভেন্দুর জনসভা

আজ বীরভূমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে। দুপুর ২টো নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা।

শহরে বিজেপি সভাপতি নড্ডা

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁর বিমানবন্দরে নামার কথা। নড্ডার পরবর্তী কর্মসূচির দিকে নজর থাকবে।

আদানি গোষ্ঠীর পরিস্থিতি

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বাজারে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির সংস্থা। তবে ফের তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাদের শেয়ারে ধস কেন তা নিয়ে সংস্থাটির কাছে জানতে চাইবে এলআইসি। অন্য দিকে, আদানির বিরুদ্ধে পাঁচ বছরের জিএসটি ফাঁকির অভিযোগ তোলা হয়েছে। এই অবস্থায় আজ নজর থাকবে এই সংক্রান্ত আরও খবরের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্টের তৃতীয় দিন

আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ার পরিস্থিতি

তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া। দু’দেশে মৃতের সংখ্যা আগেই ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তা আরও বেড়েই চলেছে। দু’দেশে এখনও চলছে উদ্ধারকাজ। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া

রাজ্যে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শীত চলে গিয়েছে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। হালকা শীতের আমেজ বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে।

রঞ্জি ট্রফির সেমিফাইনালের চতুর্থ দিন: বাংলা বনাম মধ্যপ্রদেশ

আজ রঞ্জি ট্রফির সেমিফাইনালের চতুর্থ দিন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করছে বাংলা। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE