Advertisement
E-Paper

রফতানি বাড়াতে ভর্তুকি দেবে কেন্দ্র, ঘোষণা দিল্লির ইনফোকমে

গত এপ্রিলে জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত শিল্পমেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ‘মেক ইন ইন্ডিয়া’ শুধু স্লোগান নয়, এটি একটি জাতীয় আন্দোলন। প্রকল্প সফল করতে কেন্দ্র যে বদ্ধপরিকর তা ফের এক বার বোঝা গেল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইনফোকম ২০১৫’ অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ১৩:০৪

গত এপ্রিলে জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত শিল্পমেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ‘মেক ইন ইন্ডিয়া’ শুধু স্লোগান নয়, এটি একটি জাতীয় আন্দোলন। প্রকল্প সফল করতে কেন্দ্র যে বদ্ধপরিকর তা ফের এক বার বোঝা গেল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইনফোকম ২০১৫’ অনুষ্ঠানে। এ দিনের অনুষ্ঠানে বক্তা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশজ পণ্যের রফতানির দিকেও যে কেন্দ্র নজর দিচ্ছে তা জানাতে ভোলেননি তিনি। রফতানি বাড়াতে ভর্তুকি দেবে কেন্দ্র বলে ঘোষণা করেন সীতারমন। শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে বলে জানান তিনি।

রফতানির হার বাড়াতে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি ছিল ভর্তুকি দিক কেন্দ্র। এ দিনের ইনফোকমের অনুষ্ঠানে সে কথাই ঘোষণা করেন তিনি।

একই সঙ্গে, চিনের ক্রমশ বাজার দখল নিয়ে কেন্দ্র যে চিন্তিত তা জানাতেও ভোলেননি নির্মলা সীতারমন। চিনের এই বাণিজ্যিক আস্ফালনে ভারতীয় ব্যবসায়ীরা এবং চাকরিপ্রার্থীদের পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পও যে অসুবিধার মধ্যে পড়ছে তা ধরা পড়েছে নির্মলা সীতারমনের এ দিনের বক্তব্যে। কিন্তু কোনও তাড়াহুড়ো না করে চিনের ভারতের বাজার দখলকে মোদী সরকার যে কৌশলে আটকাতে চায় তা জানান নির্মলাদেবী। চিন থেকে সস্তায় আমদানি করা ইস্পাতের উপর আমদানি শুল্প বসানো যায় কি না তা নিয়ে কেন্দ্র ভাবনা চিন্তা করছে বলে জানান তিনি। একই সঙ্গে আমদানি করা পণ্যে ক্ষতিকারক পদার্থ মিললে ভারতে সেই পণ্যকে নিষিদ্ধ করতে কেন্দ্র যে পিছপা হবে না তা জানাতেও ভোলেননি তিনি।

delhi infocom commerce minister subsidy export subsidy infocom 2105
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy