কমিউনিটি কলেজ চালু হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষাবর্ষে দুটি স্নাতক ও একটি ডিপ্লোমা দিয়ে এর যাত্রা শুরু হবে। রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্য জানিয়েছে ন, বৃত্তিমূলক কোর্সগুলিতে ভর্তির ব্যাপারে শীঘ্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বছর ‘ফুড প্রসেসিং’ এবং ‘ফার্ম মেশিনারি ও পাওয়ার টেকনোলজি’-র ডিগ্রিকোর্সে ভর্তি করা হবে। হবে ‘অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ডিজিটাল ফোটোগ্রাফি ও ভিডিও প্রডাকশন’ কোর্সও। উপাচার্য অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামেও আসাম বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার জন্য আর্জি জানানো হয়েছে। সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। তিনি আশাবাদী, দক্ষতা বিকাশের এই প্রকল্পটিও মঞ্জুর হবে। তখন উপত্যকার ছেলেমেয়েদের প্রচুর উপকার হবে।