Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন অমিতাভ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অমিতাভ বচ্চনের গলায় জাতীয় সঙ্গীত নিয়ে তরজা যেন আর থামছেই না। গত শনিবার সন্ধ্যেয় ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন বিগ বি। এ বার অভিযোগ উঠল, জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৯:৪৭
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অমিতাভ বচ্চনের গলায় জাতীয় সঙ্গীত নিয়ে তরজা যেন আর থামছেই না। গত শনিবার সন্ধ্যেয় ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন বিগ বি। এ বার অভিযোগ উঠল, জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন তিনি। সোমবার নয়াদিল্লির অশোক নগর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন উল্লাস পি আর। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৫২ সেকেন্ডের নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হয় জাতীয় সঙ্গীত। কিন্তু, সে দিন অমিতাভ জাতীয় সঙ্গীত শেষ করেন ১ মিনিট ২২ সেকেন্ডে।

আরও পড়ুন

টাকা নেননি অমিতাভ, ফের দাবি সিএবির

রবিবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তিনি নাকি সিএবি-র কাছ থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পরে অবশ্য সিএবি জানায়, সে খবর সম্পূর্ণ মিথ্যে। জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অমিতজি কোনও টাকা নেননি। এমনকী, যাতায়াতের খরচও তিনি নিজেই মিটিয়েছেন। কিন্তু, এই বিতর্ক পিছু ছাড়তে না ছাড়তেই জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার মতো অভিযোগ উঠল কিংবদন্তি এই তারকার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

amitabh national anthem MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE