Advertisement
২৩ এপ্রিল ২০২৪
COVID19

Covid Medicine: করোনা চিকিৎসার ওষুধ নিয়ে বিভ্রান্তি

কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য বলেন, “ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া কারণে আইসিএমআর ওই ওষুধ ব্যবহারের উপরে বিধিনিষেধ আরোপ করেছে।”

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ০৯:৩৮
Share: Save:

মলনুপিরাভিয়ার ওষুধ ঘিরে বিতর্ক অব্যাহত। সম্প্রতি করোনা-আক্রান্তদের চিকিৎসায় ওই ওষুধটি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। অথচ তার পর থেকেই এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় গোড়া থেকেই চিকিৎসকদের ওই ওষুধ খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করার পরামর্শ দিয়ে আসছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। দুই শিবিরের ভিন্ন মতের কারণে চিকিৎসক মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আজ সতর্ক করে দিলেন কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য গোবিন্দরাজন পদ্মনাভন। তিনি আজ বলেন, “ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া কারণে আইসিএমআর ওই ওষুধ ব্যবহারের উপরে বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু এতে চিকিৎসকেরা বিভ্রান্ত হচ্ছেন। সরকারের দুই সংস্থার উচিত এ ধরনের বিষয়গুলিতে এক সুরে কথা বলা।’’

দেশের সকলের জন্য বুস্টার ডোজ়ে দাবি তোলেন গোবিন্দরাজন। তাঁর যুক্তি, অনেকের দ্বিতীয় ডোজ় নেওয়ার পরে কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে। যে হেতু ওমিক্রন শেষ প্রজাতি নয়, তাই সরকারের উচিত সকলের জন্য বুস্টারে নীতি গ্রহণ করা। বুস্টার ডোজ় দেওয়ার প্রশ্নে বায়োলজিক্যাল ই সংস্থার করবেভ্যাক্স ও জেনোভা সংস্থার এম আরএনএ প্রতিষেধক ব্যবহার করার প্রশ্নে সওয়াল করেন তিনি। তাঁর কথায়, ‘‘সরকারের অনাবশ্যক দেরির জন্য ওই প্রতিষেধক বিদেশে রফতানি হয়ে যাবে।’’

মকর সংক্রান্তি উপলক্ষে দুনিয়া জুড়ে সূর্য নমস্কারের আয়োজন করেছিল আয়ুষ মন্ত্রক। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন টুইট করে বলেছেন, ‘‘সুস্থ থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করার প্রয়োজনীয়তা বুঝিয়েছে অতিমারি। সেই লক্ষ্যে এটি খুব ভাল উদ্যোগ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID19 medicines
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE