উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ফের সংখ্যালঘু হল দেবজিৎ থাওসেনের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। পরিষদের পাঁচ কংগ্রেস সদস্য বিজেপিতে যোগ দিলেন। তার জেরে পার্বত্য পরিষদের ক্ষমতা হারাল কংগ্রেস।
কংগ্রেসের কুলেন্দ্র দাওলাগাপু, হাইলাকাম্বে কুয়ামে, দেবপ্রসাদ হোজাই, দেবজিৎ বাটারি ও ডেনিশ টেরন বিজেপিতে যোগদান করেছেন। পরিষদ ফের বিজেপির হাতে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
কংগ্রেসের পাঁচ সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় ৩০ সদস্যের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিজেপির সদস্য সংখ্যা হল ১৯। কংগ্রেসের ১১। পরিষদ গঠনে বিজেপির প্রয়োজন ১৬ জন সদস্য।
গত কাল প্রকান্ত ওয়ারিশা, নিরঞ্জন হোজাই-সহ বিজেপির ১৯ জন পরিষদ সদস্য অসমের রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যর সঙ্গে দেখা করেন। তাঁরা পরিষদ গঠনের দাবি জানান। রাজ্যপাল এ নিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেন। বিজেপি সূত্রে খবর, জুনের প্রথম সপ্তাহে পরিষদের বিশেষ অধিবেশনে ডাকার জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারেন রাজ্যপাল। কংগ্রেসকে হারিয়ে বিজেপি অসমের শাসন ক্ষমতা দখল করার পর উত্তর কাছাড় পার্বত্য পরিষদে অচলাবস্থা সৃষ্টি হয়। কুলেন্দ্র দাওলাগাপুকে নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। হাতিখলিতে কুলেন্দ্রর কুশপুতুল পোড়ান হয়। বিজেপি কর্মীদের দাবি ছিল, কুলেন্দ্র দাওলাগাপু ও দেবজিৎ থাওসেনকে কোনও ভাবেই যেন বিজেপিতে যোগ দিতে না দেওয়া হয়। বিজেপি জেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতা তথা পরিষদের বর্তমান মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাওসেনকে তাঁদের দলে নেওয়া হবে না।
গত বছর অক্টোবরে পরিষদের ৯ জন কংগ্রেস সদস্য বিজেপিতে যোগ দেওয়ার পর নিরঞ্জন হোজাইয়ের নেতৃত্বে তাঁরা পরিষদ গঠন করে। কিন্তু তিন মাসের মাথায় পরিষদের ক্ষমতা হারায় বিজেপি। গত ফেব্রুয়ারি মাসে দেবজিৎ থাওসেনের নেতৃত্বে পরিষদের ১৬ জন সদস্য নিরঞ্জন হোজাইয়ের বিরুদ্ধে অনাস্থা আনে। ফের পার্বত্য পরিষদে ক্ষমতা দখল করে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে অসমে বিজেপি ক্ষমতা দখল করার পর এ বার দেবজিতের নেতৃত্বে পার্বত্য পরিষদে কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়ল।