রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে।
কোম্পানি সেক্রেটারি পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ ৪৮টি। কর্মীদের অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে প্রথমে দু’বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজ এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৯ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। আবেদনের জন্য প্রার্থীদের দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)-র অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে। এর পর কোনও সংস্থার কোম্পানি সেক্রেটারি হিসাবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.powergrid.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য। ১০ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।