কথা বলার ও কথা শোনার লোক কমছে। দৌড়তে দৌড়তেই কেটে যাচ্ছে দিনের পরে দিন। আর জমে থাকছে একগুচ্ছ না বলা কথা। কোথাও মন খারাপ হল চুপ করে থাকা, কোথাও আবার কষ্ট হলেও মুখ বুজে থেকে যান অনেকেই। অবশেষে ভার সামলাতে না পেরে মনোবিদের সাহায্য নিতে হয়।
বর্তমানে মনোবিদ্যা নিয়ে পড়ার আগ্রহও যেমন বাড়ছে তেমন ভাবেই পেশাদারি জগতেও এই ক্ষেত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় মনোবিদ্যার একটি বিশেষ ভাগ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পড়ার সুযোগ দিচ্ছে। শুরু হয়েছে কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের উপর কোর্স করানো হবে। কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেস অ্যান্ড স্টাডিজ় ইন সেলফ ডেভেলপমেন্ট। এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের মেয়াদ দু’বছর। বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আসনসংখ্যা ৫০। কোর্স ফি ৪২,৪৮০ টাকা। বিশ্ববিদ্যালয়েই ক্লাস হবে সোম, মঙ্গল এবং শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ক্লাস শুরু হবে ২০২৬-এর ১৩ ফেব্রুয়ারি থেকে। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানেই বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আগ্রহীদের মূলত বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর পর তা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।