ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে। সেই প্রকল্পের জন্যই গবেষক নিয়োগ করা হবে। সুযোগ পাবেন বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা। এ জন্য ইচ্ছুক ব্যক্তিদের থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের জিওলজিক্যাল স্টাডিজ় ইউনিটে প্রকল্পের কাজ হবে। গবেষণার জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক।
প্রকল্পের কাজে একজন প্রজেক্ট লিঙ্কড জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তহবিল এবং নিযুক্ত ব্যক্তির দক্ষতার উপর নির্ভর করে বাড়তে পারে মেয়াদ।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তকে মাসে ৩৭,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, আর্থ সায়েন্সেস স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর-ইউজিসি নেট বা গেট-এ। প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারবেন। আগামী ২৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।