ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের একটি প্রকল্পে কর্মী প্রয়োজন। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। প্রতিষ্ঠানের একটি বিভাগের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের এসআরআইসি বিভাগে গবেষণার কাজ হবে। বিভাগের নিজস্ব অর্থপুষ্ট ‘এসআরআইসি এসট্যাবলিশমেন্ট এক্সপেন্সেস ফান্ড’-এ প্রফেশনাল ট্রেনি-অফিস প্রসিডিওরস পদে নিয়োগ হবে। শূন্যপদ আটটি। বিভাগে এক বছর ধরে কাজ করতে হবে নিযুক্তদের। তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে বেতন দেওয়া হবে মাসে সর্বাধিক ২০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২৫ বছর বয়সিরা। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতার পাশাপাশি কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ২৫০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৫০০ টাকা। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের বাকি শর্ত বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।