আরএসএস বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিল বলে সঙ্ঘের এক প্রাক্তন প্রচারক আদালতে জানিয়েছেন বলে কংগ্রেস অভিযোগ তুলল। কংগ্রেসের জনসংযোগ দফতরের চেয়ারম্যান পবন খেরা এই অভিযোগ তুলে আদালতে জমা হওয়া চার পৃষ্ঠার হলফনামা টুইট করেছেন। ওই হলফনামায় যশবন্ত শিন্ডে নিজেকে আরএসএসের প্রাক্তন প্রচারক বলে দাবি করে জানিয়েছেন, তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে বোমা তৈরির প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। সেই শিবিরে ‘দেশের বিভিন্ন অংশে যত বেশি সম্ভব বোমা বিস্ফোরণ করার দায়িত্ব’ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংহের বক্তব্য, ‘‘আরএসএসের ভিতরের লোক হলফনামা দিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ ও বিস্ফোরণ করানোর কথা বলেছেন। বিচারবিভাগের উচিত এই বিষয়টি খতিয়ে দেখা।’’
এর আগে ইউপিএ আমলেও সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে কংগ্রেস ‘গেরুয়া সন্ত্রাস’-এর অভিযোগ তুলেছিল। আনন্দবাজার পত্রিকার পক্ষে এই হলফনামার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে শিন্ডের একটি ভিডিয়ো বার্তাও কংগ্রেস প্রকাশ্যে এনেছে। শিন্ডে হলফনামায় জানিয়েছেন, তিনি আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। তাঁর দাবি, ১৯৯৪-এ কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার কথা শুনে তিনি জম্মুতে যান। সেখানে তাঁকে আরএসএসের বিস্তারক নিয়োগ করা হয়। তিনি ফারুক আবদুল্লার মুখে আঘাত করায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিন পান। আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের নির্দেশে তিনি জম্মুতে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেন। তারপরে মহারাষ্ট্রে তিন দিনের বোমা তৈরির প্রশিক্ষণ নেন।