১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের অর্থ বন্ধ করে রেখেছে। আর সেই প্রকল্পেই খোদ নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাতে বিরাট দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিও তুলল। কংগ্রেসের অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে গুজরাতের বিজেপি সরকারের কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী বাচ্চুভাই খাবড় জড়িত।
গুজরাতের কংগ্রেস নেতা শক্তিসিন গোহিলের অভিযোগ, বিজেপির মন্ত্রী বাচ্চুভাই খাবড়ের জমিতে একশো দিনের কাজের প্রকল্পের টাকায় কখনও খাল কাটা, কখনও জমি সমান করার কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। বাস্তবে কাজ হয়নি। কাঁচামাল জোগানের জন্য মন্ত্রীরই ছেলে বলবন্তরাইয়ের সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। সেখানেও লক্ষ লক্ষ টাকার কাঁচামাল জোগান দেখানো হলেও বাস্তবে কিছুই হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)