আহমেদ পটেলের প্রয়াণের পরেই কংগ্রেসের পরবর্তী কোষাধ্যক্ষ নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছিল। শনিবার কংগ্রেসের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবনকুমার বনশলকে ওই পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এইআইসিসি জানিয়েছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী দলেন অন্তর্বর্তীকালীন কোষাধ্যক্ষ হিসেবে বনশলকে মনোনীত করেছেন।
৭২ বছরের বনশল ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত চণ্ডীগড়ের সাংসদ ছিলেন। ৪ বার লোকসভা ভোটে জেতার পাশাপাশি এক বার পঞ্জাব থেকে রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছিলেন তিনি। পঞ্জাব প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বনশল দ্বিতীয় ইউপিএ সরকারে জলসম্পদ উন্নয়ন, সংসদীয় এবং রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নয়া দায়িত্ব পাওয়ার পরে বনশল শনিবার বলেন, ‘‘কংগ্রেস সভানেত্রী সনিয়াজি এবং রাহুলজিকে আমার কৃতজ্ঞতা জানাই। তাঁরা যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সর্বশক্তি দিয়ে তা পালনের চেষ্টা করব।’’