বিজেপির নিশিকান্ত দুবে যখন প্রথম বার সাংসদ হয়েছিলেন, সেই সময়েতাঁর স্ত্রীর মোট সম্পত্তির মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। ১৫ বছর পরে নিশিকান্ত চতুর্থ বার সাংসদ হওয়ার সময়ে তাঁর স্ত্রীর সম্পত্তির ঘোষিতঅঙ্ক বেড়ে হয়েছে ৩১ কোটি টাকারও বেশি।
সংসদের ভিতরে-বাইরে বিরোধীদের হুল ফোটাতে সিদ্ধহস্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত নিশিকান্ত দুবের স্ত্রীর সম্পত্তির এই ‘অস্বাভাবিক বৃদ্ধি’ নিয়ে আজ, বৃহস্পতিবার কংগ্রেস প্রশ্ন তুলল।
এই নিয়ে কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’-র দাবি কতখানি অসার, তা এতে প্রমাণিত। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সম্পত্তির এই বিপুল বৃদ্ধি নিয়েতদন্তের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, ঝাড়খণ্ডের গোড্ডা থেকে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সময়ে নিশিকান্ত যে হলফনামা জমা দিয়েছেন, তা থেকেই তাঁর স্ত্রী অনামিকা গৌতম ওরফে অনুকান্ত দুবের সম্পত্তির হিসাব মিলেছে। নিশিকান্ত ২০০৯-এ প্রথম বার ভোটে লড়েছিলেন। সে সময়ে তাঁর স্ত্রীর ঘোষিত সম্পত্তি ৫০ লক্ষ টাকা ছিল। মাত্র পাঁচ বছর পরে তা বেড়ে সাড়ে ৬ কোটি টাকায় পৌঁছয়। আরও পাঁচ বছরে তা ১৩ কোটিছাপিয়ে যায়। ২০২৪-এ সেই সম্পত্তিই বেড়ে ৩১ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। কিন্তু অনামিকা গৌতমের আয়ের সঙ্গে এই সম্পত্তির কোনও সঙ্গতি নেই।
সুপ্রিয়া শ্রীনতে বলেন, লোকপালের কাছে চলতিবছরের ২৪ মে এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। ২৪ জুলাই লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চনিশিকান্তকে চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তার পরে নিশিকান্ত ওই জবাব দিয়েছেন কি না, বা এ বিষয়ে কোনও পদক্ষেপ হয়েছে কি না, তার কোনও তথ্য মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)