পেট্টল-ডিজেলে প্রতি লিটারে ২০ শতাংশ করে ইথানল মেশানোর পক্ষে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী দীর্ঘদিন ধরেই সওয়াল করছেন। আজ কংগ্রেস প্রশ্ন তুলল, গডকড়ীর দুই পুত্রের ইথানল উৎপাদনের ব্যবসা রয়েছে বলেই কি তিনি পেট্রল-ডিজেলে ইথানল মেশানো নিয়ে সরব? কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের বিজেপি সাংসদ নিতিন গডকড়ীর দুই পুত্রই ইথানল প্রস্তুতকারক সংস্থার মালিক। সেখানে গড়কড়ীর ইথানলের হয়ে সওয়াল করাটা স্পষ্ট ভাবেই ‘স্বার্থের সংঘাত’।
আজ কংগ্রেসের জনসংযোগ দফতরের চেয়ারম্যান পবন খেরা অভিযোগ তুলেছেন, নিতিন গডকড়ী ২০১৮ সালে দাবি করেছিলেন, পেট্রল, ডিজেলে ইথানল মেশানো হলে পেট্রলের দাম লিটার প্রতি ৫৫ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৫০ টাকায় নেমে আসবে। বাস্তবে পেট্রলের দাম ৯৪ টাকা ছাপিয়ে গিয়েছে। ডিজেলের দাম ৮৭ টাকার বেশি। এ দিকে পেট্রল, ডিজেলে ইথানল মেশানোর ফলে গাড়িতে বেশি জ্বালানি খরচ হচ্ছে। কারণ প্রতি লিটার তেলে গাড়ি কম চলছে। তা ছাড়া ইথানল মেশানো জ্বালানিতে চালালে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়। সেই ক্ষতির জন্য বিমা সংস্থাগুলি দায় নেয় না। কংগ্রেসের অভিযোগ, সব মিলিয়ে জ্বালানিতে ইথানল মেশানোর ফলে গডকড়ীর দুই পুত্রের সংস্থার বিপুল লাভ ছাড়া বাকি সব পক্ষেরই ক্ষতি হচ্ছে।
পবন খেরা আজ দাবি করেছেন, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর পুত্র নিখিলের মালিকানাধীন সংস্থা সিয়ান অ্যাগ্রো অন্যতম প্রধান ইথানল প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার আয় গত এক বছরে ১৮ কোটি টাকা থেকে বেড়ে ৫২৩ কোটি টাকা হয়েছে। এই সংস্থার শেয়ারের দাম ২,১৮৪ শতাংশ বেড়েছে। গডকড়ীর আর এক ছেলে সারঙ্গ গডকড়ী মানস অ্যাগ্রো সংস্থার মালিক। তারাও ইথানল প্রস্তুত করে। এই প্রথম জ্বালানিতে ২০% ইথানল মেশানোর লক্ষ্য নির্দিষ্ট সময়সীমা ২০২৫-এর আগে পূরণ হয়েছে। প্রশ্ন হল, এটা সরকারি নীতি? না গডকড়ীর ছেলেদের লাভ তোলার নীতি?
খেরার প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি সহ্য করা হবে না বলে মুখে দাবি করেন। লোকপাল কি নিতিনের বিরুদ্ধে তদন্ত করবে? না কি অভিযুক্ত মন্ত্রীদের অপসারণের বিল পাশ পর্যন্ত অপেক্ষা করা হবে? বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, কংগ্রেসের এই সব অভিযোগের কোনও সারবত্তা নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)