পহেলগামে সন্ত্রাসবাদী হামলা রুখতে ব্যর্থতা, হামলার দু’মাস পরেও সন্ত্রাসবাদীদের ধরতে না পারা এবং ‘অপারেশন সিঁদুর’ শুরু করেও আমেরিকার চাপে সেনা অভিযান বন্ধ করে দেওয়া—এই তিনটি বিষয় নিয়ে সংসদে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করবে কংগ্রেস।
আগামী সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। আজ কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে ১০, জনপথে সংসদের রণকৌশল ঠিক করতে বৈঠক বসে। বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি জানান, সংসদের অধিবেশনে অগ্রাধিকার থাকবে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার দিকে। অপারেশন সিঁদুর নিয়েও মোদী সরকারের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হবে। কেন এখনও সন্ত্রাসবাদীদের নাগাল পাওয়া গেল না, কারা নিরাপত্তায় গাফিলতির জন্য দায়ী, তা জানতে চাওয়া হবে। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী সমস্ত কৃতিত্ব নেবেন। বিদেশে গিয়ে পুরস্কার নেবেন। ফলে জবাবদিহিও তাঁকেই করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন, তিনিই বাণিজ্য চুক্তির চাপ দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন। প্রধানমন্ত্রী এর কোনও জবাব দেননি।’’ আজ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করে বিরোধীরা কী কী বিষয়ে আলোচনা চাইছে, তা জানিয়ে এসেছেন।
এ বিষয়ে মোদী সরকারের উপরে চাপ তৈরি করতে অন্যান্য বিরোধী দলের সঙ্গেও কথা বলবে কংগ্রেস। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়েও বিরোধীরা সরব হবে। ২১ জুলাই থেকে সংসদের অধিবেশন শুরু। ওই দিন কলকাতায় কর্মসূচির জন্য অধিবেশনের প্রথম দিনে তৃণমূলের কেউ থাকতে পারবেন না। তবে তৃণমূল বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বিহার-সহ গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাইয়ের বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা নিচ্ছে। কংগ্রেসের অভিযোগ, এর আগে মহারাষ্ট্র, হরিয়ানার ভোটার তালিকায় কারচুপি হয়েছে। এ বার বিহারে সেই চেষ্টা হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার দাবিও উঠবে।
সরকারি সূত্রের খবর, এই অধিবেশনে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর বিল আসতে পারে। আয়কর আইন ঢেলে সাজানোর বিলটিও পাশ করানোর চেষ্টা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)