‘হাসিমুখে, বন্ধুত্বপূর্ণ করমর্দন করে চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী মোদী’। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর করমর্দনের ছবি দেখে এই তির্যক মন্তব্য কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের।
তিয়ানজিনে শাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজ়েশন (এসসিও)-র শীর্ষ বৈঠকে অংশ নিতে চিনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ, রবিবার, হয় সেই বহুল-চর্চিত চিন-ভারত দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের আগেই হাসিমুখে করমর্দন করেন মোদী-জিনপিং। সেই নিয়েই প্রবল সমালোচনা শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।
মুখপাত্র জয়রাম রমেশে এক্স হ্যান্ডলে লেখেন, ‘গলওয়ানে আমাদের ২০ জন বাহাদুর সেনাকে হত্যা করেছিল চিন। তা ছাড়া, ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে চিন প্রকাশ্যে পাকিস্তানের পাশে থেকেছে। প্রত্যেক মুহূর্তে তারা পাকিস্তানের কাছে খবর পৌঁছে দিত। চিনের এই জঘন্য কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চিনা প্রেসিডেন্টের সঙ্গে হাসিমুখে করমর্দন করেছেন।’
সমাজমাধ্যম এক্সে মোদীর সমালোচনা করেছেন আর এক কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা-ও। তাঁর কথায়, ‘এই দ্বিপাক্ষিক বৈঠকের কোনও সারবত্তা নেই। শুধু প্রধানমন্ত্রী মোদীর আর একটা বাহারি ছবি মাত্র। মোদীজি সব সময়ে বলেন, দু’দেশের সম্পর্ক পারস্পরিক ভরসা ও শ্রদ্ধার উপরে নির্ভর করে। তা হলে এ ক্ষেত্রে কী হচ্ছে! প্রধানমন্ত্রী চিনের নেতৃত্বকে বলতে ভুলে গিয়েছেন যে, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চিনের পাকিস্তানকে কাঠপুতুলের মতো ব্যবহার করা বন্ধ করতে হবে।’
সুরজেওয়ালা প্রধানমন্ত্রী মোদীকে যে প্রশ্নগুলি করেছেন, তার মধ্যে রয়েছে—
লাদাখে এখনও এক হাজার বর্গক্ষেত্র চিনের দখলে। প্রধানমন্ত্রী কি সে কথা তুলেছেন? ডেপসাং, ডেমচক ও হট স্প্রিংস এখনও চিনের দখলে। ২০২০-র এপ্রিলের আগে পরিস্থিতি যেমন ছিল, এখনও ত ফিরে আসেনি। গলওয়ানে আমাদের ২০ জন বীর যোদ্ধা প্রাণ দিলেন। কিন্তু বেজিং চুপ, বিজেপি সরকার-ও তাই।
অপারেশন সিঁদুর-এর সময়ে পাকিস্তান চিনা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি চিনা উপগ্রহ চিত্রের উপরে প্রভূত নির্ভরশীল ছিল। আমাদের সেনাবাহিনীর শীর্ষকর্তারাই এ কথা জানিয়েছেন। সেই প্রসঙ্গ কি চিনা প্রেসিডেন্টের সামনে উত্থাপিত করেছিলেন মোদী এবং তাঁকে জানিয়েছিলেন, ভবিষ্যতে তাদের এ ধরনের আচরণ মেনে নেওয়া হবে না?
ব্রহ্মপুত্রে ‘পৃথিবীর সব থেকে বড়’ বাঁধ তৈরি করা হচ্ছে। এতে অরুণাচল প্রদেশ ও অসমে জনজীবন বিপুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রকল্প এক তরফা ভাবে চালিয়ে যাচ্ছে চিন, ভারতের সঙ্গে কোনও তথ্য বিনিময় করছে না। সুরজেওয়ালার প্রশ্ন, “মোদী কি চিন বা প্রেসিডেন্ট শি-র সামনে সাহস করে এই প্রশ্নগুলি তুলে ধরতে পেরেছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)