ত্রিপুরায় বিজেপি ও তিপ্রা মথা লুটপাট করছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণ। তাঁর দাবি, তিপ্রা মথা সরকারে থেকে ফায়দা লুটছে। আবার জনজাতিদের নিয়ে আন্দোলন করছে।
তাঁর কথায়, ‘‘তিপ্রা মথা যদি জনজাতিদের উন্নয়ন চায় তবে সরকার থেকে বেরিয়ে এসে আন্দোলন করুক। দিল্লিতে গিয়ে ধর্না দিক। সে ক্ষেত্রে কংগ্রেসও জনজাতিদের স্বার্থে আন্দোলনের পাশে থাকবে।’’ তাঁর মতে, জনজাতিদের স্বার্থে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরের ক্ষেত্রে ছ’মাসের কথা বলা হয়েছিল। কিন্তু প্রায় ২ বছর হয়ে গিয়েছে। এ নিয়ে তিপ্রা মথা আন্দোলন করছে না।
সুদীপের কথায়, ‘‘ষষ্ঠ তফসিলের অধীনে রয়েছে শুধু ত্রিপুরা, অসম, মেঘালয় ও মিজ়োরাম। সেখানে জনজাতি এলাকায় ওই তফসিলের অধীনে স্বশাসিত পরিষদ রয়েছে। কিন্তু সংবিধানের ১২৫তম সংশোধন না হলে স্বশাসিত পরিষদ এলাকায় উন্নয়নের কাজ ব্যাহত হবে। উদাহরণ হিসেবে বলা যায় বহু ক্ষেত্রে এখনও ওই এলাকাগুলিতে ভিলেজ কমিটি পুরসভার মর্যাদা পায়নি। ফলে উপযুক্ত তহবিল বরাদ্দ সম্ভব নয়।’’
এ নিয়ে বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেবকে তোপ দেগেছেন সুদীপ। তাঁর বক্তব্য, ‘‘১২৫তম সংশোধন বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে রয়েছে বলে প্রচার করছেন বিপ্লব। কিন্তু বিল সংসদে পেশ না হলে তা সিলেক্ট কমিটিতে পাঠানো যায় না। আসলে উনি সিলেক্ট ও স্ট্যান্ডিং কমিটির পার্থক্য বোঝেন না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)