লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে রাহুল গান্ধী গত বছর লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁকে বসতে দেওয়া হয়েছিল শেষের দিক থেকে দ্বিতীয় সারিতে। তা নিয়ে কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছিল।
এ বার রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে দু’জনেই লাল কেল্লার অনুষ্ঠান এড়িয়ে গেলেন। লাল কেল্লার বদলে মল্লিকার্জুন ও রাহুল দু’জনেই কংগ্রেসের নতুন সদর দফতর ইন্দিরা ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির ছিলেন। ইন্দিরা ভবন উদ্বোধনের পরে এই প্রথম সেখানে স্বাধীনতা দিবস পালিত হল। সেখানেই বৃষ্টিতে ভিজতে ভিজতে রাহুল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
রাহুল-খড়্গের না যাওয়াকে অস্ত্র করে বিজেপি বিষয়টিকেপ্রধানমন্ত্রীর পদ, জাতীয় পতাকা ও ‘অপারেশন সিঁদুর’-এর অপমান বলে অভিযোগ তুলেছে। কারণ এ বছর স্বাধীনতা দিবস উদযাপনের ‘থিম’ ছিল অপারেশন সিঁদুর। পাল্টা অভিযোগে কংগ্রেস বলেছে, নরেন্দ্র মোদী আজ লাল কেল্লা থেকে আরএসএসের জয়গান গেয়ে স্বাধীনতা আন্দোলনের অপমান করেছেন। মোহনদাস কর্মচন্দ গান্ধীকে হত্যার পরে এই আরএসএস-কেই সর্দার বল্লভভাই পটেল নিষিদ্ধ করেছিলেন। মোদী সরকার স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধীর থেকেও বিনায়ক দামোদর সাভারকরকে উপরে স্থান দিয়েছে। মোদী লাল কেল্লা থেকেও জরুরি অবস্থার কথা বলে রাজনীতি করতে চেয়েছেন।
একই সঙ্গে মোদীর এ দিনের বক্তৃতায় বেকার যুবকদের জন্য এক লক্ষ কোটি টাকার ঘোষণাকে কটাক্ষ করে নিজের এক্স-হ্যান্ডলে রাহুল লিখেছেন, ‘‘১১ বছর পরেও মোদীজির সেই একই পুরোনো বক্তব্য, সেই একই মুখস্থ করা সংখ্যা। গত বছর ১ লক্ষ কোটি টাকা থেকে ১ কোটি ইন্টার্নশিপের প্রতিশ্রুতি। এই বছর আবার ১ লক্ষ কোটি টাকার চাকরি প্রকল্প! আসল সত্য কী? সংসদে আমার প্রশ্নের উত্তরে সরকার স্বীকার করেছে, ১০,০০০ এরও কম ইন্টার্নশিপ দেওয়া হয়েছে। স্টাইপেন্ড এত কম যে ৯০% তরুণ-তরুণী তা প্রত্যাখ্যান করেছেন। এই সরকারের কাছ থেকেতরুণরা চাকরি পাবেন না, শুধু শূন্য প্রতিশ্রুতি শুনবেন।’’
কংগ্রেস স্বাধীনতা দিবস থেকে ‘ভোট চুরি থেকে আজাদি’ মন্ত্র নিয়ে প্রচার শুরু করেছে। কংগ্রেস নেতারা তাঁদের সমাজমাধ্যমের ছবি বদলে ‘ভোট চুরি থেকে আজাদি’ লেখা পোস্টার তুলে ধরেছেন। কংগ্রেসের অভিযোগ, লাল কেল্লায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় দেশের মানুষের ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রসঙ্গে একটিও কথাও ছিল না। রবিবার থেকে বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। ১ সেপ্টেম্বর এই যাত্রা শেষ হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)