আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পাশে দাঁড়িয়ে দলকে অস্বস্তিতে ফেললেন কংগ্রেস সাংসদ শশী তারুর। বৃহস্পতিবার ভারতীয় অর্থনীতিকে ‘মৃত’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু তারুর সরাসরি ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছেন।
কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শুক্রবার বলেন, ‘‘ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা মোটেও ঠিক নয়। প্রকৃত পরিস্থিতি কী, তা সকলেই জানেন।’’ ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য বাড়তি ‘জরিমানা’ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এই আবহে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘‘ভারত এবং রাশিয়া তাদের নিজেদের মধ্যে কী করছে, তা নিয়ে মাথা ঘামাই না। ওরা নিজেদের মৃত অর্থনীতিকে আরও ডোবাতেই পারে।’’ এর পরেই ট্রাম্পের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, ‘‘ভারতের অর্থনীতি মৃত। মোদী তাকে খুন করেছেন। আদানি-মোদীর অংশীদারি, নোটবন্দি, ভ্রান্ত জিএসটি নীতির কারণে কৃষি এবং ক্ষুদ্রশিল্প ধ্বংস হয়ে গিয়েছে। ভারতীয় যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদী। তাদের জন্য কোনও চাকরি নেই।’’ সংসদ ভবনের সামনেও ট্রাম্পের ওই মন্তব্যকে ‘ঠিক’ বলে রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই সত্যিটা জানেন। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শাসক-বিরোধী সাংসদদের সাতটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। একটি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তারুর। কূটনৈতিক সফর শেষে সেটির সাফল্য ব্যাখ্যা করে ‘দ্য হিন্দু’তে লেখেন কংগ্রেস সাংসদ। সেখানে তিনি লেখেন, মোদীর তিনটি গুণ বিশ্ব মঞ্চে ভারতের একটি মূল সম্পদ হিসাবে উঠে এসেছে। তারুরের এই মত প্রকাশ্যে আসার পরেই বিতর্ক ছড়ায়। সে সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে স্বয়ং তারুরকে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘‘কারও কারও কাছে আগে মোদী, তার পরে দেশ। এতে আমরা কী করতে পারি!” কিন্তু তার পরেও মোদীর পাশে দাঁড়িয়ে কার্যত রাহুলের মন্তব্যের বিরোধিতা করলেন তিনি।