অভিষেক মনু সিঙ্ঘভি। —ফাইল চিত্র।
মাত্র ছ’মাস আগেই কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসনের নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। কংগ্রেসের সেই আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভিকে এ বার তেলঙ্গানা থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করলেন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীরা।
আগামী ৩ সেপ্টেম্বর দেশের ন’টি রাজ্যের ১২টি রাজ্যসভা আসনে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে কংগ্রেস শাসিত তেলঙ্গানার একটি আসন। ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র কে কেশব রাও রাজ্যসভা সাংসদের পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে। এ ছাড়া, অসম, বিহার, মহারাষ্ট্রের দু’টি করে আসন এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, এবং ওড়িশার একটি করে আসন রয়েছে এই তালিকায়।
১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৫। ফলে পরিষদীয় পাটিগণিতের হিসাবে সিঙ্ঘভির জেতা উচিত। কিন্তু গত ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার থাকলেও শাসক শিবিরের ন’জন বিধায়কের ‘ক্রস ভোটিং’-এর জেরে পরাস্ত হয়েছিলেন সিঙ্ঘভি। ওই ঘটনার পর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইস্তফা দিয়েছিলেন ছ’জন বিদ্রোহী কংগ্রেস এবং তিন নির্দল বিধায়ক। পরে তাঁরা সকলেই বিজেপিতে যোগ দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy