Advertisement
E-Paper

হিমেল হাওয়ায় ভোটের উৎসব ‘দেবভূমি’ হিমাচলে

কংগ্রেস আবার? না কি এ বার বিজেপি? রায় দিচ্ছে হিমাচল প্রদেশ।

উজ্জ্বল চক্রবর্তী

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ১৩:১৪

• কংগ্রেস আবার? না কি এ বার বিজেপি? রায় দিচ্ছে হিমাচল প্রদেশ।

• ৫০ লাখের উপর মানুষ আজ হিমাচলে ভোট দিচ্ছেন।

• এঁদের মধ্যে রয়েছেন প্রায় ১ হাজার তিব্বতী। এঁরা হিমাচলের নাগরিকত্ব পেয়েছেন।

• ৫০ শতাংশ ভোটারের বয়স ৪০ বছরের নীচে।

• পুরুষ ভোটার ২৭ লাখ ৭০ হাজার। মহিলা ভোটার ২৪ লাখ ৬০ হাজার। এবং তৃতীয় লিঙ্গ ১৪ জন।

• ৬৮টি আসনের বিধানসভার ভোটে মোট প্রার্থী ৩৩৮। তার মধ্যে পুরুষ প্রার্থী ৩১৯ ও মহিলা প্রার্থী ১৯।

আরও পড়ুন: মাইনাস ১৫তে ভোট দিচ্ছে হিমাচলের লাহৌল-স্পিতি

• হিমাচলের সবচেয়ে উঁচু জায়গা হিক্কিম। লাহৌল-স্পিতিতে অবস্থিত। সেখানে এ দিন সকালে তাপমাত্রা ছিল -১৬ ডিগ্রি সেলসিয়াস! প্রায় ১৫ হাজার ফুট উপরের হিক্কিম বুথে ভোটারের সংখ্যা ১৯৪ জন।

• স্বাধীন ভারতে প্রথম ভোটের প্রথম ভোটদাতা শ্যামশরণ নেগি হিমাচলেরই বাসিন্দা। নির্বাচন কমিশন তাঁকে স্বীকৃতিও দিয়েছে। ১৯৫১ সালে স্বাধীন ভারতে প্রথম ভোট হয়। আবহাওয়ার কারণে এই হিমাচলে শুরু হয় প্রথম দফার ভোট। আর সেই ভোটেই প্রথম ভোট দিয়েছিলেন শ্যামশরণ। এখন তাঁর বয়স ১০০ বছর। এর আগে সব নির্বাচনেই তিনি ভোট দিয়েছেন। এখন শারীরিক ভাবে অসুস্থ। তবে, ভোট দিচ্ছেন।

• হিমাচলের ভোটে ১৭ হাজার ৮৫০ পুলিশ ও হোমগার্ড ছাড়াও রয়েছে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স।

• সকাল ১০টায় নিজেদের ভোট দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল ও সাংসদ অনুরাগ ঠাকুর।

• কিন্নরের দুটো বুথে সকালে বিকল হয়ে যায় ইভিএম যন্ত্র।

• মানালি জগৎসুখ ও সোলাংয়েপ লারাকেলনকান্ডেও বিকল হয়ে যায় ইভিএম।

• ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে বিলাসপুরের তিলাগে বিজেপি প্রতিবাদ শুরু হয়। তাদের দাবি ইভিএম-এ বিজেপির বোতাম কাজ করছে না।

আরও পড়ুন: ফের জুটি বেধে কাজ করার আশায় মোদীর বন্ধু ধুমল


• সকাল থেকে কোনও বুথেই খুব লাইন দেখা যায়নি। এক এক জন করে আসছেন আর ভোট দিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষরা বলছেন বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়বে। তখন ঠান্ডা অনেকটা কমবে।

• শিমলায় এই মুহূর্তে রীতিমতো ছুটির মেজাজ। দোকান-বাজার সব বন্ধ।

• প্রথম দু’ঘণ্টায় ১৩.৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

• বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল বলেন, আমরা ভেবেছিলাম ৫০-এর উপর সিট পাব। কিন্তু এখন যে ভাবে সমর্থন পাচ্ছি, আশা করছি সেটা ৬০-এর বেশিই হবে।

• বর্তমান মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহেরও দাবি, তিনি আবার সরকার গঠন করবেন।

Himachal Pradesh Himachal Pradesh Assembly Election 2017 Vote Virbhadra Singh Prem Kumar Dhumal হিমাচল প্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy