নির্বাচনী বিধি সংশোধন নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের মর্যাদাহানির জন্যই ষড়যন্ত্র করে এই পদক্ষেপ করা হয়েছে।
আইনজীবী মাহমুদ প্রাচার আবেদনের ভিত্তিতে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট রায় দেয়, হরিয়ানার বিধানসভা ভোট সংক্রান্ত সব ভিডিয়ো রেকর্ড আবেদনকারীর হাতে তুলে দিতে হবে। এর পরেই শুক্রবার বিধি সংশোধন করে কেন্দ্র। এর ফলে বুথের সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ ও প্রার্থীদের ভিডিয়ো রেকর্ডিং খতিয়ে দেখার সুযোগ পাবেন না আমজনতা। কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই যে এই পদক্ষেপ, তা মেনেছেন আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা। কেন্দ্রের দাবি, ওই ফুটেজের অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা।
খড়্গের বক্তব্য, ‘‘এর আগে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়েছিল কেন্দ্র। এ বার হাই কোর্টের নির্দেশের পরে নির্বাচনী তথ্য গোপন রাখার ব্যবস্থা করা হল।’’ খড়্গের মতে, যখনই কংগ্রেস নির্দিষ্ট নির্বাচনী অনিয়ম নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তখনই তা উড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন গুরুতর অভিযোগকেও গুরুত্ব দেয়নি। তাঁর কথায়, ‘‘এ থেকেই ফের প্রমাণ হচ্ছে আধা-বিচারবিভাগীয় সংস্থা হওয়া সত্ত্বেও কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছে না। কমিশনের নিরপেক্ষতা কমাতে মোদী সরকারের সরাসরি আক্রমণ আসলে সংবিধান ও গণতন্ত্রের উপরে হামলা। আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সব রকম ব্যবস্থা নেব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)