কংগ্রেসের নেতারা গত কয়েক দিন ধরেই কটাক্ষ করছিলেন, ‘মনে হচ্ছে কংগ্রেস নয়, সঙ্ঘ পরিবারই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছিল’। কারণ নরেন্দ্র মোদী সরকারের ধুমধাম করে স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপনের প্রস্তুতি। সেই সঙ্গে দেশবাসীকে প্রধানমন্ত্রীর বার বার স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপনের আহ্বান এবং স্বাধীনতার শতবর্ষে ফের নতুন ভারতের স্বপ্ন দেখানো।
এ বার আর কটাক্ষ নয়। কংগ্রেস নিজের মতো করে স্বাধীনতার ৭৫-তম বছর উদ্যাপনের সিদ্ধান্ত নিল। একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে যাওয়ার সিদ্ধান্তও নিল। কংগ্রেসের বক্তব্য, ‘যে সব স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী সংগঠন ব্রিটিশদের পক্ষ নিয়ে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, তারা এখনও দেশের গণতন্ত্র ও রাজনীতির ভিতে আঘাত করে চলেছে।’
রবিবার এআইসিসি-র সাধারণ সম্পাদক ও রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের বৈঠক হয়। সেখানেই কংগ্রেস নেতারা বলেন, মোদী সরকার স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপন করে জাতীয়তাবাদের আবহ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে। একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যে বিজেপির জনক আরএসএসের কোনও ভূমিকা ছিল না, উল্টে আরএসএস ব্রিটিশদের পক্ষ নিয়েছিল, সেই ইতিহাসও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এর মোকাবিলায় কংগ্রেসের পাল্টা কর্মসূচি প্রয়োজন।
এআইসিসি-র সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, প্রতিটি রাজ্যে ও জেলায় উদযাপন কমিটি তৈরি হবে। আগামী ১৪ ও ১৫ অগস্ট স্বাধীনতা সংগ্রামী ও শহিদ সম্মান দিবস পালন করা হবে। ১৫ অগস্ট ৭৫-তম স্বাধীনতা দিবসে ব্লক ও জেলা স্তরে ‘ফ্রিডম মার্চ’ করবে কংগ্রেস। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ও বলিদান স্মরণ করাই উদ্দেশ্য। এ দিন অগস্ট ক্রান্তি দিবসে কংগ্রেস উত্তরপ্রদেশে ‘গদি ছাড়ো’ আন্দোলন করেছে।