Advertisement
E-Paper

৪ বিচারপতিকেই আক্রমণ জেটলির

আজ প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছেন কংগ্রেস-সহ সাতটি বিরোধী দলের সাংসদেরা। আর ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৪৭

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের কিছু সিদ্ধান্ত নিয়ে চার প্রবীণতম বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, সাংবাদিক বৈঠক করে। সেই বিভাজন উসকে দিয়ে মোদী সরকারের শীর্ষ মন্ত্রী অরুণ জেটলি আজ তাঁদের কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন। তাঁর অভিযোগ, প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রবীণতম বিচারপতিদের ‘বিদ্রোহে’র পরিণাম এই ইমপিচমেন্ট প্রস্তাব। এ-ও বলেন, বিচারব্যবস্থার স্বাধীনতার পক্ষে সবথেকে বড় একক বিপদ হল বিভাজিত আদালত।

আজ প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছেন কংগ্রেস-সহ সাতটি বিরোধী দলের সাংসদেরা। আর ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে দুপুর ১টায় সাংবাদিক বৈঠক করেছেন। প্রধান বিচারপতি অবশ্য স্বাভাবিক নিয়মেই সুপ্রিম কোর্টে ১২টি জনস্বার্থ মামলা-সহ মোট ৪৩টি মামলা শুনেছেন। দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আগে কাজ গুটিয়ে ফেলেছেন।

গত জানুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্তি চেলমেশ্বর, বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর বেনজির সাংবাদিক সম্মেলন করেন। অভিযোগের মূল নির্যাস ছিল, প্রধান বিচারপতি সরকারের হস্তক্ষেপে মাথা নোয়াচ্ছেন। আজ একটি নিবন্ধ লিখে জেটলির প্রশ্ন, ‘‘বিচারক লোয়ার মৃত্যুর পিছনে মিথ্যাচারের ষড়যন্ত্র প্রমাণিত হওয়ার পর আমার মনে হচ্ছে, মন্তব্য করার আগে চার বিচারপতি লোয়া মামলার তথ্য কি খতিয়ে দেখেছিলেন?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘কোনও বকেয়া মামলা নিয়ে কি মন্তব্য করা উচিত? কারণ, মিথ্যাচারের বিশ্বাসযোগ্যতা বাড়ে, এমন পরিবেশ তৈরি করতে পারে এ ধরনের মন্তব্য। যেমন এই মামলার ক্ষেত্রে হয়েছে! আজকের ইমপিচমেন্ট প্রস্তাব কি সেই সাংবাদিক সম্মেলনের প্রত্যক্ষ পরিণাম নয়?’’ বিচারপতি মদন বি লোকুরকে আজ বিকেলে এক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি জানান, ইমপিচমেন্ট নিয়ে মন্তব্য করবেন না।

তবে বিরোধী দলের এক নেতার মতে, অর্থমন্ত্রী বিচারপতিদের আক্রমণ করে এমন পরিবেশ তৈরি করলেন, যেন চার বিচারপতি বিরোধীদের ইশারায় চলছেন আর সে কারণেই তিনি প্রধান বিচারপতিকে আড়াল করছেন! এর পিছনেও কি প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে?

বিভাজিত বিচারব্যবস্থা নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ আইনজীবী সোলি সোরাবজিও। তাঁর মতে, ‘‘প্রধান বিচারপতিকে জোরালো কারণ ছাড়া ইমপিচের চেষ্টা হচ্ছে—এমন দিন দেখতে হবে তা কখনও ভাবিনি।’’ এর ফলে বিচারব্যবস্থায় মানুষের আস্থা কমবে বলেও তাঁর মত। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহের পাল্টা জবাব, ‘‘আইনজীবীদের নেতৃত্বে ভাঙন ধরেছে। তাই বিচারবিভাগেও ভাঙন হবে। কিন্তু আমরা নিজেকে বিক্রি করব না। লড়াই সবে শুরু।’’

Impeachment Motion CJI Chief Justice Of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy