ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হল না কংগ্রেসের। আয়কর বিভাগের ‘আপিল ট্রাইব্যুনাল’ কংগ্রেসের কর মকুবের আবেদন খারিজ করে নির্দেশ দিয়েছে, ১৯৯ কোটি ১৫ লক্ষ টাকার আয়কর দিতেই হবে। জানা গিয়েছে, অনুদান নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ও নিয়ম লঙ্ঘনের কারণেই কংগ্রেসের কর মকুবের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে কর মকুবের আবেদনের করে বলা হয়েছিল, আয়কর রিটার্ন দেরি করে জমা দেওয়ার ক্ষেত্রে সেগুলিকে দাতব্য সংস্থার মতই বিবেচনা করা উচিৎ। তবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আয়করের হিসেব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলিকে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলির জন্য কর ছাড় নিয়ন্ত্রণ করে ১৩-এ নিয়মের এমন দু’টি শর্ত লঙ্ঘন করেছে কংগ্রেস। যার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ, দেরিতে কর জমা করা। প্রসঙ্গত, ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি সনিয়া গান্ধীর দল আয়কর রিটার্ন দাখিল করেছিল। তবে ১৩৯ (৪-বি) নিয়ম অনুযায়ী তা জমা করতে হত ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে।
আরও পড়ুন:
কংগ্রেস অনুদান পেয়েছিল ১৪ লক্ষ ৪৯ হাজার টাকা। যার মধ্যে এক এক জনের নগদ অনুদান ছিল দু’হাজারের বেশি। নিয়ম অনুযায়ী দু’হাজার টাকার বেশি অনুদান দিতে হলে তা ব্যাংকের মাধ্যমে করতে হয়। উল্লেখ্য, কংগ্রেস অনুদানের হিসাব দিতে গিয়ে যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে অনেক দাতাই দলেরই বিধায়ক-সাংসদ।
নিয়ম লঙ্ঘনের শাস্তিস্বরূপ কংগ্রেসকে ৩৫ কোটি টাকারও বেশি জরিমানা দিতে হবে। সেই টাকা মেটাতে দেরি হলে দিতে হবে আরও ১০ হাজার টাকা।