কংগ্রেসের ভাগে আসন কমলে কমুক। কিন্তু যেখানে জয়ের সম্ভাবনা বেশি, তেমন আসনই বেশি সংখ্যায় তাদের দরকার— এই সূত্র মেনে বিহারের বিরোধী জোটের আসন বণ্টনে দর কষাকষি করতে চাইছে সাম্প্রতিক যাত্রায় উদ্বুদ্ধ কংগ্রেস। আজরাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গেরা দিল্লিতে বিহারের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় দু’ঘণ্টার বৈঠকে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আসন বণ্টনে কংগ্রেসের দাবি নিয়েও আলোচনা হয়েছে।
কংগ্রেস সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টিআসনে জিতেছিল। আরজেডি-র তেজস্বী যাদব এ বার কংগ্রেসকে ৭০টি আসন দিতে নারাজ। বিরোধীদের মহাগঠবন্ধনে মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টির মতো শরিক দলকেও আসন ছাড়তে হবে। বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আরজেডি এ বার নিজেই ১৪০টিতে লড়তে চাইছে। তেজস্বীর বক্তব্য, দলের শক্তি অনুযায়ী আসন বণ্টন হবে। আজ বৈঠকের পরে কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ বলেন, ‘‘রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা প্রমাণ করে দিয়েছে বিহারে কংগ্রেস কতটা শক্তিশালী।’’
কংগ্রেস সূত্রের বক্তব্য, তাঁরা ৬০টি আসন পেলেও রাজি হতে পারেন, যদি জেতার মতো আসন সংখ্যায় বেশি হয়। গত বার বেশির ভাগ আসনই হারা আসন ছিল। আজকের আলোচনার ভিত্তিতে এ বার কংগ্রেস আরজেডি-র সঙ্গে আলোচনা শুরু করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)